দেহরাদূনের ব্যস্ত রাস্তায় বাইক নিয়ে কেরামতি যুবকের। ছবি: সংগৃহীত।
ব্যস্ত রাস্তায় বাইক নিয়ে কেরামতির ভিডিয়ো ইউটিউবে পোস্ট করেছিলেন এক যুবক। ভিউ পাওয়ার নেশায় সেই ভিডিয়ো ইউটিউবে ছাড়তেই বেকায়দায় পড়লেন তিনি। সেই ভিডিয়ো দেখে যুবকের খোঁজ চালিয়ে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর বাইকটিও। ঘটনাটি উত্তরাখণ্ডের দেহরাদূনের।
পুলিশ সূত্রে খবর, ওই যুবক দেহরাদূনের এক জন ভ্লগার। বিভিন্ন ভ্লগ করে ইউটিউবে শেয়ার করেন। তাঁর অনুগামীর সংখ্যাও কম নয়। সেই অনুগামীদের প্রশংসা পেতে এবং অনুগামীর সংখ্যা আরও বৃদ্ধি করতে বাইক নিয়ে কেরামতির পরিকল্পনা করেন। তার পর ব্যস্ত রাস্তায় সুপারবাইক নিয়ে নেমে পড়েন। সেই ঘটনার একটি ভিডিয়ো উত্তরাখণ্ড পুলিশ প্রকাশ্যে এনেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সেই ভিডিয়োর সঙ্গে কয়েকটি মিমও জুড়ে দিয়ে তারা বার্তা দিতে চেয়েছে, এই ধরনের কাজ করলে কী পরিণতি হতে পারে। অতএব, সাবধান!
देहरादून- बाइक पर व्लॉगर द्वारा रैश ड्राइविंग व स्टंटबाजी कर वीडियो बनाया और Likes व Subscribers बढ़ाने के लिए Youtube पर पोस्ट किया।
— Uttarakhand Police (@uttarakhandcops) March 27, 2023
देहरादून पुलिस ने बाइक सीज़ कर सुसंगत धाराओं में मुकदमा किया दर्ज। यू-ट्यूबर ने माफी मांगते हुए, आमजन से यातायात नियमों का पालन करने की अपील की। pic.twitter.com/MsGBcfW8IV
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই ভ্লগার রাতের রাস্তায় দ্রুতগতিতে বাইক চালাচ্ছেন। তার পর ভিড়ের মধ্যে আচমকাই বাইকের সামনের চাকা তুলে দিলেন। সেই অবস্থাতেই বাইক নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন। তার পর সেই ভিডিয়ো নিজেই ইউটিউবে ছাড়েন। ভিডিয়োটি পুলিশের হাতে পৌঁছতেই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তারা। উত্তরাখণ্ড পুলিশ আরও একটি ভিডিয়ো ওই ভ্লগারের ভিডিয়োর সঙ্গে জুড়ে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাতজোড় করে তাঁর এই কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইছেন ভ্লগার। শুধু তাই-ই নয়, ট্র্যাফিক আইন ভেঙে যে অপরাধ করেছেন, অন্য কেউ যেন এই ধরনের কেরামতিকে প্রশ্রয় না দেন,সেই বার্তাও দিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy