স্পেন থেকে এই বিমানই কিনবে বায়ুসেনা। ছবি: সংগৃহীত।
ভারতীয় বায়ুসেনার জন্য স্পেন থেকে ৫৬টি মাঝারি পরিবহণ বিমান কেনার প্রস্তাবে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। সরকারের তরফে জানানো হয়েছে, এর মধ্যে স্পেনের নির্মাতা সংস্থার থেকে ১৬টি বিমান ‘উড়ানের উপযুক্ত অবস্থায়’ ভারতীয় বায়ুসেনার জন্য আমদানি করা হবে। বাকি ৪০টি ওই সংস্থার সহযোগিতায় ভারতেই বানানো হবে।
স্পেনের সিএএসএ সংস্থা সি-২৯৫ নামের ওই সামরিক পরিবহণ বিমানের নির্মাতা। প্রয়োজনে বিমানটি নজরদারির কাজেও ব্যবহার করা যায়। কয়েক বছর আগেই ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথ ভাবে ওই বিমান নির্মাণ শুরু করেছে তারা। এ বার সেই তালিকায় আসতে চলেছে ভারত।
#Cabinet approves procurement of 56 C-295MW transport aircraft for Indian Air Force
— PIB India (@PIB_India) September 8, 2021
16 aircraft to be delivered in flyaway condition from Spain; 40 to be manufactured in India
Read: https://t.co/c54pplkycM pic.twitter.com/USyFuNpYR7
সূত্রের খবর, ওই ৫৬টি বিমানের মধ্যে ৬টি উপকূলরক্ষী বাহিনীকে নজরদারির কাজে ব্যবহারের জন্য দেওয়া হবে। বাকিগুলি স্থলসেনা ও বায়ুসেনার কাজে ব্যবহার করা হবে। আগামী ৪৮ মাসের মধ্যেই স্পেন থেকে বিমান আমদানি শুরু হবে। পরবর্তী পর্যায়ে টাটা কনসোর্টিয়ামের সহযোগিতায় দেশে শুরু হবে সি-২৯৫-এর উৎপাদন।
ইউপিএ আমলে আমেরিকা থেকে ভারী সামরিক পরিবহণ বিমান সি-১৭ গ্লোবমাস্টার এবং সি-১৩০জে সুপার হারকিউলিস কেনার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। এ বার বিশ্বের অন্যতম সেরা মাঝারি সামরিক পরিবহণ বিমান পেতে চলেছে বায়ুসেনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy