Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Dalai Lama controversy

ক্ষমা চাইলেন দলাই লামা! বালককে চুম্বন বিতর্কে কী বললেন আধ্যাত্মিক গুরু?

রবিবার বৌদ্ধ ধর্মগুরুকে নিয়ে আচমকাই বিতর্ক শুরু হয়। একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত দলাইকে প্রণাম জানাতে এসেছিল এক বালক। দু’জনের সাক্ষাৎপর্বের একটি ভিডিয়ো ঘিরেই বিতর্কের সূত্রপাত।

Dalai Lama Apologizes

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়ো ক্লিপ দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন দলাইয়ের আচরণ নিয়ে। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১২:৪২
Share: Save:

চুম্বন বিতর্কে ক্ষমা চেয়ে নিলেন বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু দলাই লামা। রবিবারই ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় এক বালককের ঠোঁটে চুম্বন করতে দেখা গিয়েছিল দলাইকে। ওই ভিডিয়োতেই বালককে নিজের জিভ চুষে দিতে বলতেও শোনা যায় বৌদ্ধ সন্ন্যাসীকে। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে ওই ভাইরাল ভিডিয়ো নিয়েই রবিবার দুনিয়াজুড়ে শুরু হয় দলাইয়ের সমালোচনা। সোমবার তারই জবাব এল আধ্যাত্মিক গুরুর তরফে। দলাই একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে ক্ষমা চেয়ে নিয়েছেন ওই বালক এবং তাঁর পরিবারের কাছে। পাশাপাশিই নিজের আচরণের ব্যাখ্যাও দিয়েছেন বৌদ্ধ ধর্মগুরু।

রবিবার বৌদ্ধ ধর্মগুরুকে আচমকাই বিতর্ক শুরু হয় সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ঘিরে। একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত দলাইকে প্রণাম জানাতে এসেছিল এক বালক। ভিডিয়োটি সেই মুহূর্তেরই রেকর্ডিং। তাতে দেখা যাচ্ছে, দলাইয়ের সামনে মাথা নোয়ানো বালককে চিবুক ধরে তাঁর ঠোঁটে চুম্বন করছেন বৌদ্ধ ধর্মগুরু। তার পরে তিনি নিজের জিভটি বের করে এনে ওই কিশোরকে বলেন তাঁর জিভটি চুষে নিতে। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘‘তুমি কি আমার জিভটি চুষে দিতে পারবে?’’ এই ভিডিয়ো ঘিরেই দুনিয়াজুড়ে শুরু হয় হইচই। দলাই এক কিশোরের সঙ্গে এমন আচরণের কেন করলেন, তার ব্যাখ্যা খুঁজে পাননি অনেকেই। সোমবার এই আচরণের ব্যাখ্যা দিয়ে দলাইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আধ্যাত্মিক গুরু প্রায়শই তাঁর সাক্ষাৎপ্রার্থীদের সঙ্গে ঠাট্টা তামাসা করেন। তাঁর নিষ্পাপ মজা করার ঢঙেই তিনি তা করে থাকেন। এবং ক্যামেরার সামনে, প্রকাশ্যেই করে থাকেন।’’

picture of Dalai Lama

ভিডিয়োর এই মুহূর্তটি নিয়েই বিতর্কের শুরু। ছবি: সংগৃহীত

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়ো ক্লিপ দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কেউ লিখেছিলেন, ‘‘দলাই লামার কাছ থেকে এমন অশালীন আচরণ আশা করা যায় না। ওঁর এই আচরণ কখনওই সমর্থনযোগ্য নয়।’’ আবার একজন এমনও লেখেন, ‘‘দলাই লামা এক ভারতীয় কিশোরকে চুম্বন করছেন। এমনকি, তাঁর জিহ্বাও স্পর্শ করতে চাইছেন। ওঁকে স্পষ্ট উচ্চারণ করতে শোনা যাচ্ছে কথাটা, কিন্তু উনি কেন এটা করলেন?’’ এ প্রসঙ্গে দলাইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় এক বালকের সঙ্গে দলাই লামার সাক্ষাৎ পর্ব দেখা গিয়েছে। ওই বালক আধ্যাত্মিক গুরুকে জড়িয়ে ধরতে চেয়েছিল। সেই ঘটনা নিয়ে বিতর্কের আবহে দলাই ওই বালক এবং তাঁর পরিবারের কাছে ক্ষমা চাইছেন।’’

নোবেল শান্তি পুরস্কারজয়ী দলাই অবশ্য এর আগেও জড়িয়েছেন বিতর্কে। ২০১৯ সালে নিজের উত্তরসূরি বেছে নেওয়া প্রসঙ্গে দলাই বলেছিলেন, ‘‘যদি কোনও মহিলা দলাই লামা হন, তবে তাঁকে অনেক বেশি আকর্ষণীয় হতে হবে।’’

বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু এই মন্তব্য করেছিলেন ব্রিটেনের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে। ততদিনে তিনি তিব্বত থেকে ভারতে এসে আশ্রয় নিয়েছেন। ধর্মশালায় তাঁর সেই পরবাস থেকেই দিয়েছিলেন সাক্ষাৎকারটি। যা নিয়ে দুনিয়াজুড়ে বিতর্ক তৈরি হয়। পরে ওই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে হয়েছিল দলাই লামাকে।

অন্য বিষয়গুলি:

Dalai Lama controversy Apologize
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy