Advertisement
২৪ নভেম্বর ২০২৪
NCRB

৫ বছরে দেশে মজুরদের আত্মহত্যা বেড়ে দ্বিগুণ, বাড়ছে বেকারদের আত্মহত্যাও

সম্প্রতি এনসিআরবি-র প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে মোট আত্মহত্যার ১০ শতাংশেরও বেশি আত্মহত্যা বেকারদের মধ্যে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৭
Share: Save:

করোনাভাইরাসের সংক্রমণের আগেই মোদী জমানায় বেকারত্বের হার পৌঁছে গিয়েছিল ৪৫ বছরের সর্বোচ্চে। বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে প্রথম বার ক্ষমতায় আসা মোদী সরকার তা নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছিল। এ বার ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র আত্মহত্যার রিপোর্টে সেই অস্বস্তি বেড়ে গেল আরও কয়েক গুণ। সম্প্রতি এনসিআরবি-র প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে মোট আত্মহত্যার ১০ শতাংশেরও বেশি এই ক্ষেত্রে। আবার চার ভাগের এক ভাগ আত্মহননের ঘটনা ঘটেছে দিনমজুরদের মধ্যে।

১৯৯৫ সাল থেকে জাতীয় স্তরে ‘দুর্ঘটনাজনিত মৃত্যু ও আত্মহত্যা’র তথ্য একত্রিত করে প্রকাশ করতে শুরু করে এনসিআরবি। তার সঙ্গে দিনমজুরদের আত্মহত্যার তথ্য প্রথম যোগ হয় ২০১৪ সালে। কাকতালীয় ভাবে ওই বছরই কেন্দ্রে প্রথম ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ। রিপোর্টে দেখা যাচ্ছে ওই সময়ের পর থেকে ক্রমাগত বেড়েই চলেছে দিনমজুরদের মধ্যে আত্মহত্যার ঘটনা। তবে এর মধ্যে কৃষিক্ষেত্রে দিনমজুরদের আত্মহত্যার সংখ্যা নেই। তার জন্য রয়েছে কৃষক ও কৃষিমজুরদের আত্মহত্যার আলাদা শ্রেণি। সেই সংখ্যা যোগ হলে এই সংখ্যা আরও বাড়ত।

দিনমজুরদের আত্মহত্যার পরিসংখ্যান (২০১৯)

• মোট আত্মহত্যা ৩২,৫৬৩ (২৩.৪%)

• পুরুষ ২৯০৯২, মহিলা ৩৪৭৬

• তামিলনাড়ু ৫১৮৬

• মহারাষ্ট্র ৪১২৮

• মধ্যপ্রদেশ ৩৯৬৪

• তেলঙ্গানা ২৮৬৮

• কেরল ২৮০৯

আরও পড়ুন: রাতের শহরে গাড়ি রুখে তরুণী উদ্ধার দম্পতির, স্ত্রীকে পিষে পালাল অভিযুক্ত

২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত দ্বিগুণেরও বেশি হয়েছে দিনমজুরদের আত্মহত্যার সংখ্যা। ২০১৪ সালে দিনমজুরদের মোট আত্মহত্যার ঘটনা ঘটেছিল ১৫ হাজার ৭৩৫টি। ২০১৯ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩২ হাজার ৫৬৩। পরিসংখ্যানে আরও দেখা গিয়েছে, আত্মহননের পথ বেছে নেওয়া দিনমজুরদের সিংহভাগই পুরুষ। ২০১৯ সালে মোট আত্মঘাতী দিনমজুরের মধ্যে ২৯ হাজার ৯২ জন পুরুষ এবং ৩৪৭৬ জন মহিলা।

দিনমজুরদের আত্মহত্যা বৃদ্ধির হার

• ২০১৪ — ১২%

• ২০১৫ — ১৭.৮

• ২০১৬ — ১৯.২

• ২০১৭ — ২২.১

• ২০১৮ — ২২.৪

আরও পড়ুন: ভয় নেই ভাইরাসেও, কোভিড পজিটিভ তরুণীকে অ্যাম্বুল্যান্সে ধর্ষণ চালকের!

কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর উদ্বেগ দেখা দিয়ে বেকারদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ব্যাপক হারে বেড়ে যাওয়ায়। এনসিআরবি-র তথ্য পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সালে মোট আত্মহত্যার মধ্যে এই ক্ষেত্রে হার ১০.১ শতাংশ। ১৯৯৫ সালের পর থেকে এর আগে কখনও বেকারদের আত্মহত্যার হার দুই অঙ্কে পৌঁছয়নি, যা অনেকটাই উদ্বেগের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তালিকায় শীর্ষে থাকা পাঁচ রাজ্য হল কেরল (১০৯৬৩), মহারাষ্ট্র (১৫১১) তামিলনাড়ু (১৩৬৮), কর্ণাটক ১২৯৩ এবং ওড়িশা ৮৫৮।

অন্য বিষয়গুলি:

NCRB Suicide
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy