ছবি: টুইটার।
উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনে জয় পেয়ে রসগোল্লা বিলি করতে গিয়ে গ্রেফতার হলেন দুই ব্যক্তি। তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হল ২০ কিলো রসগোল্লা। বুধবার উত্তরপ্রদেশের হাপুরের ঘটনা।
সম্প্রতি উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। তাতে ধরাশায়ী হয়েছে বিজেপি। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ১০০০ বেশি আসন পেয়েছে। এই জয় উদ্যাপন করতেই হাপুরে জমায়েত করে সাধারণ মানুষের মধ্যে রসগোল্লা বিলি করছিলেন ওই দুই ব্যক্তি। অথচ অতিমারি পরিস্থিতিতে কোনও রকম জমায়েত নিষিদ্ধ হয়েছে উত্তরপ্রদেশে।
খবর পেয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ২০ কিলোগ্রাম রসগোল্লা বাজেয়াপ্ত হয়েছে। এর পর তাঁদের ছবি-সহ ঘটনাটি টুইটারে পোস্টও করেছে হাপুর পুলিশ।
#Hapurpolice ~ थाना हापुड देहात पुलिस ने #कोविड_19 महामारी अधिनियम व धारा 144 सीआरपीसी का उल्लंघन कर चुनाव जीतने के उपरान्त भीड़ इकट्ठा कर रसगुल्ले बांट रहे 02 आरोपियों को किया गिरफ्तार, जिनके कब्जे से लगभग 20 कि0ग्रा0 रसगुल्ले बरामद।@CMOfficeUP @Uppolice @dgpup @PTI_News pic.twitter.com/hDEZbw4lvS
— HAPUR POLICE (@hapurpolice) May 5, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy