Advertisement
০৩ নভেম্বর ২০২৪
agra

Agra: অক্সিজেনের ‘মহড়া’য় রোগীমৃত্যু নয়, আগরার হাসপাতালকে ক্লিনচিট দিল যোগী সরকার

গত ২৭ এপ্রিল আগরার শ্রী পরশ হাসপাতালে ১৬ জন কোভিড রোগীর মৃত্যু হয় অক্সিজেনের অভাবে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১০:২০
Share: Save:

অক্সিজেনের ‘মহড়া’-র কারণে মৃত্যু হয়নি কোভিড রোগীদের। উত্তরপ্রদেশের আগরার বেসরকারি হাসপাতালকে ক্লিনচিট দিল রাজ্য সরকার গঠিত তদন্ত কমিটি।

গত ২৭ এপ্রিল আগরার শ্রী পরশ হাসপাতালে ১৬ জন কোভিড রোগীর মৃত্যু হয় অক্সিজেনের অভাবে। অভিযোগ ওঠে, ‘মহড়া’-র কারণে হাসপাতালের অক্সিজেন সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। আর তাতেই মৃত্যু হয় ১৬ কোভিড রোগীর।

এই ঘটনায় তদন্তের নির্দেশ দেয় যোগী আদিত্যনাথের সরকার। কমিটি যে রিপোর্ট পেশ করেছে তাতে দাবি করা হয়েছে, যে ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে, তার জন্য ‘মক ড্রিল’-এর ঘটনা দায়ী নয়। ওই রোগীদের অবস্থা সঙ্কটজনক ছিল। কোমর্বিডিটির কারণেই মৃত্যু হয়েছে তাঁদের।

রিপোর্টে আরও বলা হয়েছে, কোভিড বিধি মেনে ওই রোগীদের চিকিৎসা করা হচ্ছিল। তদন্ত করার পর দেখা গিয়েছে যে, তাঁদের কারওরই অক্সিজেন সরবরাহ বন্ধ করা হয়নি।

অন্য বিষয়গুলি:

Hospital agra Covid Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE