সংক্রমণ এড়াতে চালকের আসনকে মুড়ে দেওয়া হয়েছে। ছবি সৌজন্যে উবর।
করোনাভাইরাস সংক্রমণ রুখতে সারা দেশ যখন লকডাউনে, তখন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যাতয়াতের জন্য নতুন পরিষেবা চালু করল উবর। কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের লড়াইয়ের পাশে দাঁড়াতেই ‘উবর মেডিক’ পরিষেবা চালু করেছে ওই অ্যাপনির্ভর পুলকার পরিষেবা প্রদানকারী সংস্থা। কলকাতা-সহ দেশের প্রথমসারির দশটি শহরের ১৮টি হাসাপাতালের স্বাস্থ্যকর্মীরা এই পরিষেবা পাবেন।
ন্যাশনাল হেল্থ অথরিটি (এনএইচএ) সঙ্গে হওয়া চুক্তি অনুসারে সরকারি হাসাপাতালে বিনামূল্যে মেডিক কার পরিষেবা দেবে উবর। প্রাথমিক ভাবে নয়াদিল্লি, নয়ডা, মুম্বই, কলকাতা, পুণে, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, লখনউ ও পটনাতে শুরু হয়েছে উবর মে়ডিক পরিষেবা। গাজিয়াবাদ, প্রয়াগরাজ, কানপুরের কিছু হাসপাতালেও এই পরিষেবা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যকর্মীদের থেকে চালকদের মধ্যে যাতে সংক্রমণ না ঘটে সে জন্য গাড়ির অন্দর সজ্জাতেও বদল আনছে উবর। চালকের আসন প্লাস্টিকে মুড়ে সম্পূর্ণভাবে আলাদা করে দেওয়া হচ্ছে গাড়ির অন্য অংশ থেকে। রোজ নিয়ম করে জীবাণুমুক্তও করা হচ্ছে গাড়ি গুলিকে।
উবর ইন্ডিয়া ও সাউথ এশিয়ার, হেড অব সেন্ট্রাল অপারেশন পবন ব্যাস বলেছেন, ‘‘স্বাস্থ্যকর্মীরা আমাদের সুরক্ষিত রাখছেন। তাঁরাই ভারতের নায়ক। তাঁদের নির্ভরযোগ্য ও সুবিধাজনক পরিষেবা দিতেই চালু করা হয়েছে উবর মেডিক। স্বাস্থ্যকর্মীদের পরিষেবা দেওয়ার জন্য আমি উবর মেডিকের চালকদেরও ধন্যবাদ জানাচ্ছি। কোভিড-১৯ মোকাবিলায় ভারত সরকারকে সাহায্য করতে পেরে আমরা কৃতজ্ঞ বোধ করছি। দেশের আরও হাসপাতালে উবর মেডিক পরিষেবা দিতেও আমরা প্রস্তুত।’’
আরও পড়ুন: হটস্পট, নন-হটস্পট, বাফার জোন, নির্ধারণ কীসের ভিত্তিতে, কী করা যাবে আর যাবে না দেখে নিন
চিকিৎসকদের উবর মেডিক পরিষেবা দিয়েছেন পবন কুমার নামের এক চালক। এই পরিষেবার সঙ্গে যুক্ত হতে পেরে নিজের খুশি গোপন করেননি তিনি। তিনি বলেছেন, ‘‘চিকিৎসক ও নার্সদের বাড়ি থেকে হাসপাতাল ও হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাচ্ছি আমরা। চিকিৎসক ও নার্স যাঁরা দেশকে রক্ষা করতে লড়াই করছেন, তাঁদের সাহায্য করতে চাই। উবরমেডিক চালক হিসাবে আমি গর্বিত। আমার মনে হচ্ছে আমিও যেন দেশের সেবায় নিয়োজিত একজন সৈনিক।’’
আরও পড়ুন: যা করতে হবে গরিবদের দিকে তাকিয়েই, পরামর্শ তিন অর্থনীতিবিদের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy