Advertisement
২৬ নভেম্বর ২০২৪
COVID-19

Covid Death: কোভিডের দ্বিতীয় তরঙ্গে দেশে সাড়ে ৫০০ চিকিৎসকের মৃত্যু, দিল্লিতেই মৃত শতাধিক: আইএমএ

আইএমএ জানিয়েছে, কোভিডের প্রথম তরঙ্গে ভারতে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। দেশে এখনও পর্যন্ত প্রায় দেড় হাজার চিকিৎসক করোনার বলি হয়েছেন।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মে ২০২১ ১৪:১০
Share: Save:

কোভিডের দ্বিতীয় তরঙ্গেও চিকিৎসকদের মৃত্যু অব্যাহত। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, কোভিডের দ্বিতীয় তরঙ্গে ভারতে সাড়ে ৫০০ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার মধ্যে শুধুমাত্র দিল্লিতেই শতাধিক চিকিৎসক মারা গিয়েছেন।

আইএমএ-র তরফে জানানো হয়েছে, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত করোনার দ্বিতীয় তরঙ্গে দেশের ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাড়ে ৫০০ চিকিৎসকের মৃত্যু হয়েছে। দিল্লিতে মারা গিয়েছেন ১০৪ জন চিকিৎসক। তার পরেই রয়েছে বিহার। সেখানে ৯৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে ৫৩, রাজস্থানে ৪২ ও গুজরাতে ৩২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড ও তেলঙ্গানায় ২৯ জন করে, পশ্চিমবঙ্গে ২৩, তামিলনাড়ুতে ২১, ওড়িশায় ১৮, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ১৬ জন, কর্নাটকে ৮, অসমে ৭, কেরল ও মণিপুরে ৫ জন করে, ছত্তীসগঢ় ও জম্মু-কাশ্মীরে ৩ জন, গোয়া, হরিয়ানা, পঞ্জাব, ত্রিপুরা ও উত্তরাখণ্ডে ২ জন এবং পুদুচেরিতে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইএমএ।

আইএমএ জানিয়েছে, কোভিডের প্রথম তরঙ্গে ভারতে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। অর্থাৎ এখনও পর্যন্ত দেশে প্রায় দেড় হাজার চিকিৎসক করোনার বলি হয়েছেন।

অন্য বিষয়গুলি:

Death Doctors COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy