শশী তারুর।
সপরিবারে করোনা আক্রান্ত কংগ্রেস সাংসদ শশী তারুর। গত ৮ এপ্রিল করোনা প্রতিষেধকের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন কেরলের এই কংগ্রেস সাংসদ। তাঁর সঙ্গে টিকা নিয়েছিলেন তাঁর মা এবং বোন। তিনজনেই করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার টুইটারে নিজের সংক্রমণের খবর জানিয়েছেন শশী। লিখেছেন, ‘গত দু’দিন ধরে কোভিড পরীক্ষার অ্যাপয়েন্টমেন্টের জন্য ঘোরাঘুরি করে এবং রিপোর্টের জন্য প্রায় দেড় দিন অপেক্ষা করে আজ জানলাম আমি করোনায় আক্রান্ত হয়েছি’।
সংক্রমণ নিয়ে ওই টুইটে শশী লিখেছেন, করোনা পজিটিভ হওয়ার বিষয়টিকে তিনি ‘পজিটিভ’ মনোভাবেই নেওয়ার চেষ্টা করছেন। তাঁর আশা, বিশ্রাম ও ভেপার নিয়ে এবং প্রচুর জল খেয়ে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন।
Folks should know that my sister has had two doses of the Pfizer vaccine in California and my mother & I took our second Covishield shot on April 8. So we have every reason to hope that though vaccines cannot prevent infection, they will moderate the impact of the #Covid virus. https://t.co/UPFZM0ICGU
— Shashi Tharoor (@ShashiTharoor) April 21, 2021
৬৫ বছরের এই রাজনীতিবিদ কংগ্রেসের প্রথম সারির নেতাদের একজন। শশী জানিয়েছেন, তাঁর ৮৫ বছরের বৃদ্ধা মা এবং সেই সঙ্গে তাঁর বোন-ও করোনায় আক্রান্ত। বোন ক্যালিফোর্নিয়ায় ফাইজারের টিকার দু’টি ডোজ নিয়েছিলেন। শশী এবং তাঁর মা গত ৮ এপ্রিল কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেন।
(এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় শশী, তাঁর মা এবং বোন তিনজনেই ফাইজারের টিকা নিয়েছেন বলে লেখা হয়েছিল, যা ঠিক নয়। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy