গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বুধবারের তুলনায় বৃহস্পতিবার দেশের দৈনিক সংক্রমণ বাড়ল ৫ শতাংশ। সেই সঙ্গে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। মৃত্যু সামান্য কমলেও ৮০০-র উপরে। টিকাকরণও বুধবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় কম হয়েছে।
বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৯২ জন। প্রবণতা বজায় রেখে কেরলে ফের বাড়ল দৈনিক সংক্রমণ। ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬০০ জন। পরেই রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক। দেশে দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে হয়েছে ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪। গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক সুস্থতা। কোভিড থেকে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ২৯১ জন।
মঙ্গলবার দেশে এক ধাক্কায় মৃত্যু অনেকটাই কমেছিল। বুধবার আবার এক লাফে ৯০০-র গণ্ডি পেরিয়েছিল তা। তবে বৃহস্পতিবার সামান্য কমে দাঁড়িয়েছে ৮১৭।
কেন্দ্রের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৩৩ লক্ষ ৮১ হাজার ৬৭১ জন। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৩৬ কোটি ৪৮ লক্ষ ৪৭ হাজার ৫৪৯ জন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy