Advertisement
০২ নভেম্বর ২০২৪
Coronavirus in India

COVID in India: এক লাফে দেশে দৈনিক সংক্রমণ বাড়ল ২২ শতাংশ, তবে ২৪ ঘণ্টায় কিছুটা কমল মৃত্যুর সংখ্যা

১৩ এপ্রিলের পর প্রথমবার দৈনিক মৃত্যু ৯০০-র নীচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড প্রাণ কেড়েছে ৮১৭ জন কোভিড রোগীর।

দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জুন ২০২১ ০৯:৪৬
Share: Save:

ফের বাড়ল দেশের দৈনিক করোনাভাইরাস সংক্রমণ। তিন মাসেরও বেশি সময় পর মঙ্গলবার তা নেমেছিল ৪০ হাজারের নীচে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে, দেশের দৈনিক আক্রান্ত ৪৫ হাজার ৯৫১। এ নিয়ে মোট সংক্রমিত হলেন ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন।

সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু একটু কমে ৯০০-র নীচে নেমেছে। ১৩ এপ্রিলের পর প্রথমবার দৈনিক মৃত্যু ৯০০-র নীচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড প্রাণ কেড়েছে ৮১৭ জন কোভিড রোগীর। গোটা অতিমারি পর্বে করোনা প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪ জনের।

সংক্রমণ একটু বাড়লেও নিয়ন্ত্রণেই রয়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় তা রয়েছে আড়াই শতাংশের কম। তবে দেশে সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত রয়েছে। কমতে কমতে তা সাড়ে ৫ লক্ষের নীচে নেমেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৩৭ হাজার ৬৪ জন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE