Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Coronavirus in India

COVID in India: ডিসেম্বরে প্রথম বার হাজার ছাড়াল মহারাষ্ট্রের আক্রান্ত, দেশেও বাড়ল দৈনিক সংক্রমণ

করোনাভাইরাসের ওমিক্রন রূপে দেশে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৩৬-এ। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি।

দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—সনৎ সিংহ।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৭:১৭
Share: Save:

তিন দিন পর সাত হাজার ছাড়িয়ে গেল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৯৫ জন। এর মধ্যে ৩ হাজার ২০৫ জনই কেরলে। মহারাষ্ট্রেও আক্রান্তের সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০১ জন। ডিসেম্বর মাসে প্রথম বার সে রাজ্যে দৈনিক সংক্রমণ হাজার ছাড়াল। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গে ৫০০-র বেশি। দেশের বাকি রাজ্যগুলিতে তা রয়েছে আরও কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৬৫ হাজার ৯৭৬ জন।

করোনাভাইরাসের ওমিক্রন রূপে দেশে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৩৬-এ। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এর পরই রয়েছে দিল্লি।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৩৪ জনের। তার মধ্যে ৩৮৩ জনই কেরলের। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা ১০-এ নীচে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৭৮ হাজার ৭৫৯ জন। তবে দৈনিক আক্রান্ত বাড়ায় গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১০১। যদিও দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৮০ হাজারের নীচেই রয়েছে।

অন্য বিষয়গুলি:

Coronavirus in India COVID-19 Deaths
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy