গ্রাফিক: শৌভিক দেবনাথ
দেশে করোনা সংক্রমণ বড়সড় লাফ দিয়েছিল সোমবার। ওই দিন সকাল পর্যন্ত (২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী) সারা দেশে চার হাজার ২১৩ জন সংক্রমণের শিকার হয়েছিলেন, যা এখনও পর্যন্ত রেকর্ড। সেই তুলনায় কম হলেও, মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছিলেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। বুধবারও সেই ছবিই দেখা গেল দেশে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও তিন হাজার ৫২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার জেরে করোনা সংক্রমণের নিরিখে গোটা বিশ্বে এখন চিনের ঠিক পরবর্তী স্থানেই উঠে এল ভারত। এখনও পর্যন্ত ৭৪ হাজার ২৮১ জন করোনায় আক্রান্ত হয়েছে। চিনে ওই সংক্রমণের শিকার হয়েছেন ৮৪ হাজার মানুষ।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২২ জনের মৃত্যু হয়েছে। তার জেরে সারা দেশে মৃতের সংখ্যা এখন দু’হাজার ৪১৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, মৃতদের মধ্যে ৭০ শতাংশেরই কো-মর্বিডিটি ছিল। সারা দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত ২২ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে উঠেছিলেন। এ দিন সকাল পর্যন্ত মোট ২৪ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
সারা দেশে করোনা সংক্রমণের তিন ভাগের প্রায় এক ভাগই মহারাষ্ট্রে। সেখানে ২৪ হাজার ৪২৭ জন এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯২১ জনের। গুজরাতে সংক্রমিত হয়েছেন আট হাজার ৯০৩ জন। তামিলনাড়ুতে করোনা ধরা পড়েছে আট হাজার ৭১৮ জনের। দিল্লিতে আক্রান্ত সাত হাজার ৬৩৯।
আরও পড়ুন: লকডাউন বাড়ছে, ২০ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা মোদীর
এ ছাড়াও রাজস্থান (৪,১২৬), মধ্যপ্রদেশ (৩,৯৮৬), উত্তরপ্রদেশ (৩,৬৬৪), অন্ধ্রপ্রদেশ (২,০৯০), পঞ্জাব (১,৯১৪)-এও সংক্রমণ বাড়ছে। মঙ্গলবার নবান্নের তরফে জানানো হয়, এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এখন দু’হাজার ১৭৩। আরও বলা হয়, রাজ্যে সুস্থতার হার এক ধাক্কায় ২৪.১৯ শতাংশ থেকে বেড়ে ২৮.১৬ শতাংশ হয়েছে। এ রাজ্যে সরাসরি করোনায় মৃত্যু হয়েছে ১২৬ জনের। কো-মর্বিডিটিতে মৃত ৭২ জনকে ধরলে করোনা পজিটিভ মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বঙ্গে আরও ১০০ ট্রেন, জানালেন মুখ্যমন্ত্রী
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy