এই ছবি পোস্ট করেই ট্রোলড হন জাভড়েকর। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
নোভেল করোনার প্রকোপে কাঁপছে গোটা দেশ। লকডাউনের জেরে নাকাল হচ্ছেন হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে বাড়িতে বসে ‘রামায়ণ’ দেখার ছবি পোস্ট করে ট্রোলড হলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। নেটাগরিকদের সমালোচনার মুখে পড়ে শেষমেশ ছবিটি মুছে দিতে বাধ্য হলেন তিনি।
দেশ জুড়ে লকডাউনের মধ্যে শনিবার থেকে কয়েক দশক পুরনো ‘রামায়ণ’ ও ‘মহাভারত’ সিরিয়াল দু’টির পুনঃসম্প্রচার শুরু করেছে দূরদর্শন। এ দিন সকালে বাড়ির সোফায় বসে সেই ‘রামায়ণ’ দেখার একটি ছবি টুইটারে পোস্ট করেন জাভড়েকর। তাতে তিনি লেখেন, ‘‘আমি রামায়ণ দেখছি, আপনারা কী দেখছেন?’’
সেই ছবি সামনে আসতেই জাভড়েকরের সমালোচনায় সরব হন নেটাগরিকদের একাংশ। প্রশ্ন উঠতে শুরু করে, আচমকা লকডাউন ঘোষণা করায়, সাধারণ মানুষের জীবনযাত্রা যখন বিপর্যস্ত হতে বসেছে, তখন তিনি বাড়িতে বসে নিশ্চিন্ত হয়ে রামায়ণ দেখছেন কী ভাবে।
I am sleeping without food and you hello javadekar same on you pic.twitter.com/To8MVV6myo
— Nishant Jha (@nkjhaoffical) March 28, 2020
জাভড়েকরের সমালোচনা করে নিশান্ত ঝা নামের এক ব্যক্তি টুইটারে লেখেন, ‘‘না খেয়ে ঘুমোতে হচ্ছে আমাকে। আপনার লজ্জা হওয়া উচিত জাভড়েকর।’’ রাজীব জৈন নামের আর একজন লেখেন, ‘‘না খেতে পেয়ে ১১ বছরের রাহুল মুসাহরের মৃত্যু হয়েছে। ঠিক আছে। চলুন রামায়ণ দেখি জাভড়েকর।’’
Yes sir @PrakashJavdekar , we are watching Ramayana, Lanka lagi hui system ki. pic.twitter.com/Dfbw53uKoK
— Rofl Gandhi 2.0🏹 (@RoflGandhi_) March 28, 2020
First hunger death. Eleven year old Rahul Musahar.
— Rajeev Jain @gallerygrandeur ✋ (@gallerygrandeur) March 28, 2020
It’s ok @PrakashJavdekar ..
Let's watch Ramayan on TV#DDNational #Ramayana #21daysLockdown #CoronaChainScare pic.twitter.com/1YxK8vbxSf
এ ভাবেই জাভড়েকরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটাগরিকরা।
আরও পড়ুন: ট্রেনেই আইসোলেশন ওয়ার্ড! করোনা রুখতে নয়া ভাবনা কেন্দ্রের
Coverup. Who are you fooling Mr Javadekar? You are spreading more rayeta by unsuccessfully trying to cover up. https://t.co/odJzUPLms6
— The God of Mischief (@invincisachin) March 28, 2020
পরে এই ছবি পোস্ট করেও সমালোচিত হন জাভড়েকর।
আরও পড়ুন: রাজস্থান ও তামিলনাড়ুতে খোঁজ মিলল আরও ৪ করোনা-আক্রান্তের
এ ভাবে নেটাগরিকদের সমালোচনার মুখে টুইটার থেকে ছবিটি মুছে দেন জাভড়েকর। তার জায়গায় বাড়িতে বসে কাজ করার একটি ছবি পোস্ট করেন তিনি। তাতেও নতুন করে নেটাগরিকদের রোষে পড়েন জাভড়েকর। বৃথা তিনি মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন কেউ কেউ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy