বাবাকে কোলে নিয়ে বাড়ির পথে হাঁটছেন ছেলে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
অটোয় করে হাসপাতাল থেকে ফিরছিলেন বাবাকে নিয়ে। কিন্তু রাস্তায় বাধা দেয় পুলিশ। লকডাউনের বিধি-নিষেধের যুক্তি দেখিয়ে নামিয়ে দেয় অটো থেকে। বাধ্য হয়ে ৬৫ বছরের বৃদ্ধ বাবাকে কোলে নিয়ে হেঁটে বাড়ি ফেরেন ওই ব্যক্তি। বুধবার ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লামে। সেই ঘটনা সামনে আসেই, স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে সে রাজ্যের মানবাধিকার কমিশন।
কোল্লামের কুলাথুপুঝা গ্রামে থাকেন ৬৫ বছরের ওই বৃদ্ধ। শারীরিক অসুস্থতার কারণে তিনি পুনালুর তালুক হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার সেখান থেকে ছাড়া পান তিনি। তার পর তাঁর ছেলে অটোয় করে তাঁকে বাড়ি নিয়ে আসছিলেন। কিন্তু লকডাউনের জন্য তাঁদের পথ আটকায় পুলিশ। অভিযোগ, হাসপাতালের কাগজপত্র দেখালেও ছাড় দেয়নি পুলিশ। তাঁদের অটো থেকে নামিয়ে দেওয়া হয়।
তখন বাধ্য হয়ে বাবাকে কোলে নিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করেন বৃদ্ধের ছেলে। পুলানুর শহর থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে বাড়ি পৌঁছয় ওই পরিবার। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরই বিষয়টি নিয়ে মামলা রুজু করে কেরলের মানবাধিকার কমিশন। দেখুন সেই ভিডিয়ো—
#WATCH Kerala: A person carried his 65-year-old ailing father in Punalur & walked close to one-kilometre after the autorickshaw he brought to take his father back from the hospital was allegedly stopped by Police, due to #CoronavirusLockdown guidelines. (15.4) pic.twitter.com/I03claE1XO
— ANI (@ANI) April 16, 2020
প্রথম দফার লকডাউন শেষ হওয়ার পর ৩ মে পর্যন্ত দেশ জুড়ে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। করোনাভাইরাসের হানায় কেরলে আক্রান্তের সংখ্যা ৩৮৮।
আরও পড়ুন: দেশে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ১২ হাজার, মহারাষ্ট্রে ৩ হাজার ছুঁইছুঁই
আরও পড়ুন: ‘বিশ্বাস হারিয়েই বাড়ি ফিরতে আকুল শ্রমিকেরা’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy