
করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশ জুড়ে চলছে লকডাউন। এই যুদ্ধে দেশ যে ঐক্যবদ্ধ তা বোঝাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলো নিভিয়ে বাতি জ্বালানোর ডাক দেন। সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি। অমিতাভ-অক্ষয় থেকে সচিন-বিরাট — বাদ গেলেন না প্রায় কেউই। রবিবার ঘড়ির কাঁটায় রাত ন’টা বাজতেই নিভে গেল আলো। জ্বলে উঠল মোমবাতি, প্রদীপ, টর্চ। যেন অকাল দীপাবলি। এক ঝলকে দেখে নিন প্রিয় তারকাদের বাতি জ্বালানোর ছবি।