ছবি: সংগৃহীত।
পথদুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যু-মিছিল অব্যাহত। গত কাল থেকে তিনটি পৃথক ঘটনায় মা ও মেয়ে-সহ চার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। উত্তর থেকে দক্ষিণ— ঘরমুখী পরিযায়ী শ্রমিকদের মিছিল চলছেই।
মহারাষ্ট্র থেকে পূর্ব উত্তরপ্রদেশের জৌনপুরে ফিরছিল পরিযায়ী শ্রমিকের একটি দল। সেই দলে ছিলেন এক মহিলা এবং তাঁর ছ’বছরের মেয়ে। অটোরিকশা করে তিন দিন ধরে ওই দলটি ১৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে ফতেপুরে পৌঁছয়। বাড়ির কাছে এসে দুর্ঘটনার মুখে পড়ে অটোটি। একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় অটোটি কার্যত দুমড়ে যায়। মৃত্যু হয় মা-মেয়ের।
উত্তরপ্রদেশের রায়বরেলীতে দুর্ঘটনা মৃত্যু হয়েছে শিবকুমার দাস (২৫) নামে এক পরিযায়ী শ্রমিকের। উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে সাইকেলে করে বিহারে বাড়ি ফিরছিল পরিযায়ী শ্রমিকের দলটি। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শিবকুমারের সাইকেলে ধাক্কা মারে। মৃত্যু হয় তাঁর। আহত হন গাড়ির চালকও।
হরিয়ানার অম্বালায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের। দুর্ঘটনাটি ঘটে ৪৪৪এ জাতীয় সড়কে। বিহারে ফেরার পথে গাড়ির ধাক্কায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। ঘটনায় জখম এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ি ফিরতে না-পারার হতাশায় উত্তরাখণ্ডের হলদোয়ানিতে ৪৫ বছরের এক পরিযায়ী শ্রমিক আত্মঘাতী হন। পেশায় রাজমিস্ত্রি ওই শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা।
আরও পড়ুন: প্রবাসী ভারতীয়দের ফেরাতে দ্বিতীয় দফায় ১৪৯ বিমান, প্রস্তুতি তুঙ্গে
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ২২ সেকেন্ডের একটি ভিডিয়ো বাড়ি ফিরতে চাওয়া পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার ছবি সামনে এনেছে। ঘটনাটি ছত্তীসগঢ়ের। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ট্রাকের পাশে দাঁড়িয়ে কয়েক জন পুরুষ-মহিলা। এক হাতে শিশুকে আঁকড়ে, অন্য হাতে ট্রাক থেকে ঝুলতে থাকা দড়ি বেয়ে ট্রাকে ওঠার আপ্রাণ চেষ্টা। নীচে দাঁড়িয়ে এক ব্যক্তি আর একটি শিশুকে দু’হাত বাড়িয়ে ট্রাকে তুলে দেওয়ার চেষ্টা করছেন। ট্রাকের ভিতর থেকে হাত বাড়িয়ে এক ব্যক্তি শিশুটিকে ট্রাকে তুলে নিলেন। শ্রমিকদের ঘরে ফেরার জন্য অনেক টালবাহানার পরে বিশেষ ট্রেন চালু করেছে কেন্দ্র। কিন্তু তাতে যে সুরাহা হয়নি, বুঝিয়ে দিচ্ছে ওই ভিডিয়োই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy