—ফাইল চিত্র।
ভারতের কোভিড পরিস্থিতি নিয়ে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার রাতে দু’দেশের শীর্ষনেতার সঙ্গে কথা হয়েছে বলে সরকারি সূত্রের খবর। আলোচনায় আমেরিকার কোভিড পরিস্থিতির বিষয়টিও ওঠে এসেছে বলে জানিয়েছেন মোদী।
রবিবারই মোদী সরকারকে এ দেশে কোভিড টিকার কাঁচামাল সরবরাহের আশ্বাস দিয়েছিলেন বাইডেন। তার পরের দিনই এ দেশের করোনা সঙ্কট কথা হল মোদী-বাইডেনের। এর আগে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জার্মানি, ফ্রান্স-সহ বিশ্বের একাধিক দেশ।
সোমবার বাইডেনের সঙ্গে তাঁর আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মোদী। টুইটারে তিনি লিখেছেন, ‘আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। দু’দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে। ভারতের দিকে আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাচ্ছি’।
Had a fruitful conversation with @POTUS @JoeBiden today. We discussed the evolving COVID situation in both countries in detail. I thanked President Biden for the support being provided by the United States to India.
— Narendra Modi (@narendramodi) April 26, 2021
প্রসঙ্গত, রবিবার আমেরিকার জাতীয় পরামর্শদাতা জেক সালিভান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে জানিয়েছিলেন যে সে দেশ থেকে ভারতে করোনা টিকার কাঁচামাল অবিলম্বে সরবরাহ করা হবে। পাশাপাশি, করোনার পরীক্ষায় র্যাপিড ডায়াগনস্টিক কিট, ভেন্টিলেটর এবং পিপিই-ও ভারতে পাঠানোর বন্দোবস্ত করা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy