Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Coronavirus

করোনা-শীর্ষে মহারাষ্ট্র, নালিশ তথ্য গোপনেরও

কেন্দ্রের হিসেবে, সেখানে আক্রান্তের সংখ্যা ৩১।

করোনা-বর্ম: ইরান থেকে এয়ার ইন্ডিয়ার দু’টি বিমানে রবিবার দেশে ফেরানো হল ২৩৪ জন ভারতীয়কে। তাঁদের পরীক্ষা করতে জয়সলমেরের একটি সেনাছাউনিতে অপেক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা। ছবি: পিটিআই।

করোনা-বর্ম: ইরান থেকে এয়ার ইন্ডিয়ার দু’টি বিমানে রবিবার দেশে ফেরানো হল ২৩৪ জন ভারতীয়কে। তাঁদের পরীক্ষা করতে জয়সলমেরের একটি সেনাছাউনিতে অপেক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ০৩:০৩
Share: Save:

কিছুটা স্বস্তি, আবার অস্বস্তিও।

স্বস্তি কারণ, দেশে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা আর বাড়েনি। মহারাষ্ট্রের বুলদাণায় গত কাল করোনার লক্ষণ নিয়ে মারা যান ৭১ বছরের এক বৃদ্ধ। তিনি করোনা-আক্রান্ত ছিলেন না বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আজ জানিয়েছেন। তবু অস্বস্তি— কারণ সংক্রমণ বেড়েই চলেছে। স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে, দেশে সংখ্যাটা আপাতত ১০৭। উত্তরাখণ্ড, কেরল ও মহারাষ্ট্রে আরও তিন জনের সংক্রমণের খবর এলেও তা এখনও কেন্দ্রের খাতায় ওঠেনি।

রাজ্যগুলির মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। কেন্দ্রের হিসেবে, সেখানে আক্রান্তের সংখ্যা ৩১। যাঁদের মধ্যে ১২ জনের সংক্রমণের কথা জানা গিয়েছে আজই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেন। বলিউডে সমস্ত শুটিং বন্ধ। পর্যটকের ভিড়ে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রুখতে ১৪৪ ধারা বলবৎ করেছে মুম্বই পুলিশ।

বস্তুত, ব্যবস্থা নেওয়া শুরুও করেছে প্রশাসন। মহারাষ্ট্রের সাতারায় একটি ধর্মীয় জমায়েত করার জন্য ৫ উদ্যোক্তার বিরুদ্ধে মামলা হয়েছে। বেঙ্গালুরুর করোনা-আক্রান্ত গুগল কর্মীর শ্বশুরের নামে এফআইআর করেছে আগরা পুলিশ। ইটালি ও গ্রিসে মধুচন্দ্রিমা শেষে ফেরার পরে গুগলের ওই কর্মী করোনায় আক্রান্ত হন। তাঁর স্ত্রীর শরীরে এখনও ওই ভাইরাসের অস্তিত্ব মেলেনি। কিন্তু কাউকে না-জানিয়েই সেই তরুণী আগরায় বাপের বাড়ি চলে গিয়েছিলেন। স্বাস্থ্যকর্তারা খুঁজতে এলে তরুণীর বাবা-মা তাঁদের বিভ্রান্ত করেন বলে অভিযোগ। আগরার জেলাশাসক প্রভু সিংহ বলেছেন, সকলের বিরুদ্ধেই এফআইআর হবে। ওই তরুণীর বাবা রেলের অফিসার। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে চিঠি পাঠানো হয়েছে।

করোনা খতিয়ান

ভারত

• আক্রান্ত ১০৭ (কেন্দ্রের হিসেব)

• সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে ৩১

• বিদেশ থেকে ফিরলেন ৪৫২ জন

পশ্চিমবঙ্গ

• পর্যবেক্ষণে মোট ২৩৯৯

• ৬ জনের নমুনা-পরীক্ষা। একটিও পজ়িটিভ নয়

• কোয়রান্টিন হেল্পডেস্কের জন্য ৪২ জনের দল গঠন

বিশ্ব

• মৃত্যু ৬৪৯২

• আক্রান্ত ১,৬৮,৮৪৮

• ট্রাম্পের করোনা-পরীক্ষা নেগেটিভ

একটি সূত্রের দাবি, ওই গুগল কর্মী সস্ত্রীক মিউনিখ থেকে লুফৎহানসার বিমানে মুম্বই পৌঁছন ৬ মার্চ। ৮ মার্চ রাত পৌনে ১০টায় ইন্ডিগোর বিমানে তাঁরা বেঙ্গালুরু পৌঁছন। বিমানবন্দর থেকে স্ত্রী আর বেরোননি। তিনি রাতের বিমান ধরে দিল্লি পৌঁছন ভোর ৪টে ২০ মিনিটে। তার পরে গতিমান এক্সপ্রেসে আগরা যান। কিন্তু অভিযোগ, স্বাস্থ্যকর্তাদের ওই গুগল-কর্মী বলেন, তাঁর স্ত্রী মুম্বই হয়ে দিল্লি গিয়েছেন। এর পরেও তাঁর আগরা যাওয়ার খবর পেয়ে যায় প্রশাসন। সরকারি কর্তারা বাড়িতে এলে ওই তরুণীর বাবা-মা বলেন, তিনি দিল্লি গিয়েছেন। শেষ পর্যন্ত রেল ও গোয়েন্দাদের সাহায্যে আগরা থেকেই খোঁজ মেলে তাঁর। আপাতত সবাই আইসোলেশনে। কর্নাটকের স্বাস্থ্য-শিক্ষা মন্ত্রী কে সুধাকরের অবশ্য বক্তব্য, ওই তরুণী আগরায় আসার কয়েক দিন পরে তাঁর স্বামীর করোনা-সংক্রমণ ধরা পড়ে। কাজেই ‘পালানোর’ তত্ত্ব ঠিক নয়।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নানা ধরনের লুকোছাপাই এখন প্রশাসনের সব চেয়ে বড় মাথাব্যথা। আজ কোচি বিমানবন্দর থেকে দুবাইগামী বিমানে চড়ে বসেছিলেন করোনা-আক্রান্ত এক ব্রিটিশ নাগরিক। বিমান ওড়ার আগেই তাঁর খোঁজ পান বিমানবন্দরের আধিকারিকেরা। ওই ব্রিটিশ-সহ বিমানের মোট ২৭০ জন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। গত কাল ভোরে ইরান থেকে আসা ২৩৪ জন ভারতীয়কে (যাঁদের মধ্যে ১৩১ জন পড়ুয়া) নিয়ে যাওয়া হয়েছে জয়সলমেরে, সেনার শিবিরে। ইটালির মিলান থেকে আজ সকালে দিল্লি পৌঁছন ২১১ জন ছাত্রছাত্রী-সহ ২১৮ জন ভারতীয়। তাঁদের দিল্লিতেই আইটিবিপি-র শিবিরে রাখা হয়েছে। দিল্লিতে করোনায় মৃত বৃদ্ধা সংক্রমিত হয়েছিলেন ছেলের থেকে। ছেলের অবস্থা এখন স্থিতিশীল।

আজ পাক সীমান্ত বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে করতারপুর করিডর দিয়ে তীর্থযাত্রাও। বিভিন্ন রাজ্যের কোথাও শিক্ষা প্রতিষ্ঠান, কোথাও শপিং মল বা সুইমিং পুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চার ট্রেনযাত্রীর করোনা-সংক্রমণ ঘিরে গুজবের জেরে অসমের যোরহাট জেলায় মরিয়নি-তে আজ চেন্নাই এক্সপ্রেস ঢোকার সময়ে স্টেশনের যাত্রীরা দৌড়ে পালান। করিমগঞ্জে দুই নাইজেরীয়কে মাদক পাচারকারী সন্দেহে ধরা হলেও তাঁদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

অন্য বিষয়গুলি:

Coronavirus Maharashtra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy