ইনফোসিস অফিসের প্রতীকী চিত্র।
লকডাউনের সময় দেশবাসীকে ঘর-বন্দি থাকার আবেদন জানানো হয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৮০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে বেঙ্গালুরুতে থাকা তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের এক কর্মী ফেসবুকে পোস্ট করে জনগণের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। সেই পোস্ট ছড়িয়ে পড়তেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে বহিষ্কার করেছে ইনফোসিসও।
অভিযুক্ত ওই যুবকের নাম মুজিব মহম্মদ। ২৫ বছরের মুজিব সম্প্রতি ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘‘আসুন হাত ধরে বাইরে বেরোই এবং প্রকাশ্যে খোলা মুখেই হাঁচি। ভাইরাস ছড়িয়ে দিন।’’ এই পোস্ট দেখেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। সিটি ক্রাইম ব্রাঞ্চ বেঙ্গালুরুর জয়েন্ট কমিশনার সন্দীপ পাতিল বলেছেন, ‘‘লোকজনকে হেঁচে ভাইরাস চড়িয়ে দিতে বলা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম মুজিব। তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’’
বিষয়টি সামনে আসতে মুজিবের বিরুদ্ধে তদন্ত শুরু করে ইনফোসিস। সেই তদন্তের পরই তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিজেদের টুইটার হ্যান্ডলেও জানিয়েছে ইনফোসিস। সেখানে তারা লিখেছে, ‘‘আমাদের কর্মীর সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তদন্ত শেষ হয়েছে। এটা ভুলবশত করে ফেলা কাজ নয়।’’ তারা আরও জানিয়েছে, ‘‘ওই কর্মীর সোশ্যাল মিডিয়া পোস্ট ইনফোসিসের সামাজিক দায়বদ্ধতা ও কোড অব কনডাক্টের পরিপন্থী। এ হেন কাজের জন্য জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। ওই কর্মীকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।’’ দেখুন সেই টুইট—
The social media post by the employee is against Infosys’ code of conduct and its commitment to responsible social sharing. Infosys has a zero tolerance policy towards such acts and has accordingly, terminated the services of the employee. (2/2)
— Infosys (@Infosys) March 27, 2020
কর্নাটকে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৬৪ ছুঁয়েছে। তিন জনের মৃত্যুও হয়েছে সেই রাজ্যে।
আরও পড়ুন: করোনা আপডেট: দেশে আক্রান্ত ৮৭৩, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৪৯
আরও পড়ুন: লকডাউনে লাভ কতটা, বুঝতে আরও ১০ দিন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy