৫০০ কোটির সাহায্য ঘোষণা রতন টাটার। —ফাইল চিত্র।
করোনার মোকাবিলায় এ বার ৫০০ কোটি টাকার অর্থসাহায্য নিয়ে এগিয়ে এলেন রতন টাটা। শনিবার দেশ জুড়ে কোভিড-১৯ ভাইরাস আক্রান্তের সংখ্যা যখন ৯০০ ছুঁইছুঁই, ঠিক সেইসময় এমন ঘোষণা করলেন অশীতিপর শিল্পপতি। আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা, চিকিৎসা পরিকাঠামো এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় এই টাকা খরচ করা হবে।
শনিবার টুইটারে নিজেই এই ঘোষণা করেন রতন টাটা। তিনি লেখেন, ‘‘মানবজাতি হিসাবে এই মুহূর্তে কোভিড-১৯ আমাদের সামনে সবচেয়ে বড় সঙ্কট। দেশের প্রয়োজনে টাটা ট্রাস্ট এবং টাটা গ্রুপ অব কোম্পানিজ আগেও এগিয়ে এসেছে। তবে এই মুহুর্তে প্রয়োজনটা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি।’’
টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে নিজের স্বাক্ষর করা একটি লিখিত বিবৃতিও প্রকাশ করেন রতন টাটা। তাতে বলা হয়, মোট পাঁচটি খাতে এই ৫০০ কোটি টাকা খরচ করা হবে, যে গুলি হল— ক) সামনে থেকে আক্রান্তদের সেবা করছেন যে স্বাস্থ্যকর্মীরা, তাঁদের নিরাপত্তার সরঞ্জাম কিনতে, খ)আক্রান্তের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাঁদের শ্বাসযন্ত্র পরীক্ষার সরঞ্জাম কিনতে, গ) আরও বেশি করে ডাক্তারি পরীক্ষার সরঞ্জাম কিনতে, ঘ) আক্রান্তদের জন্য উন্নত চিকিৎসা পরিকাঠামো গড়তে এবং ঙ) এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের প্রশিক্ষণের ব্যবস্থা করতে।
The COVID 19 crisis is one of the toughest challenges we will face as a race. The Tata Trusts and the Tata group companies have in the past risen to the needs of the nation. At this moment, the need of the hour is greater than any other time. pic.twitter.com/y6jzHxUafM
— Ratan N. Tata (@RNTata2000) March 28, 2020
রতন টাটার টুইট।
আরও পড়ুন: ৯০০ ছাড়িয়ে গেল দেশে আক্রান্তের সংখ্যা, কেরলে মৃত্যু ১ জনের
আরও পড়ুন: নয়াবাদের করোনা-আক্রান্ত বৃদ্ধের শারীরিক অবস্থার সামান্য উন্নতি
নোভেল করোনার প্রকোপ রুখতে যে সমস্ত মানুষ নিজের জীবন বাজি রেখে লড়ছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন রতন টাটা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy