—ফাইল চিত্র।
দেশের প্রতিটি নাগরিক যাতে কোভিড ভ্যাকসিন পান, তার জন্য কেন্দ্রীয় সরকারকে সুষ্ঠু সরবরাহ পরিকল্পনা করতে হবে। এমনটাই মত প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর।
সম্প্রতি আমেরিকার ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার জানিয়েছে, কোভিডের মোকাবিলায় তাদের তৈরি ভ্যাকসিন ট্রায়ালে ৯০ শতাংশেরও বেশি কার্যকর হয়েছে। তবে এই ভ্যাকসিন কী ভাবে দেশের প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়া যাবে, তা নিয়ে চিকিৎসক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ফাইজারের তৈরি ভ্যাকসিন রাখতে হবে হিমাঙ্কের নীচে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে।
অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিউট অব সায়েন্সেস (এমস)-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার মতে, ফাইজারের টিকা ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে ওই তাপমাত্রায় রাখাটা চ্যালেঞ্জ। বুধবার একই কথা মনে করিয়ে দিয়েছেন রাহুল। টুইটারে তিনি লিখেছেন, ‘ফাইজারের কোভিড ভ্যাকসিন আশা জাগালেও তা প্রতিটি ভারতবাসীর কাছে কী ভাবে পৌঁছে দেওয়া যায়, তা ভাবা প্রয়োজন’।
আরও পড়ুন: নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী, প্রতিশ্রুতি পালন করবে বিজেপি, ঘোষণা সুশীল মোদীর
আরও পড়ুন: নিজের আগুনেই ভস্ম হলেন চিরাগ, বিহারে ১টি আসন জয়ের পর কটাক্ষ জীতনরামের
Even though Pfizer has created a promising vaccine, the logistics for making it available to every Indian need to be worked out.
— Rahul Gandhi (@RahulGandhi) November 11, 2020
GOI has to define a vaccine distribution strategy and how it will reach every Indian. pic.twitter.com/x5GX2vECnN
রাহুলের মতে, এ দেশে কোনও এমন কোল্ড চেন লজিস্টিক সংস্থা নেই, যারা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে ফাইজারের টিকা রেখে তা সরবরাহ করতে পারে। এ বিষয়ে একটি মিডিয়া রিপোর্টও টুইট করেছেন রাহুল। সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘ভারত সরকারকে এ নিয়ে একটি সরবরাহ ব্যবস্থা নির্ধারণ করতে হবে’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy