ছবি: পিটিআই।
জনতা কার্ফুতে আজ দিনভর বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার পথঘাট ছিল নিঝুম ও সুনসান। কিন্তু ছবিটা পাল্টে গেল বিকেল পাঁচটা বাজতেই। অত্যাবশ্যক পরিষেবায় যুক্ত ব্যক্তিদের সম্মান জানাতে বিকেল পাঁচটা থেকে শুরু হয় কাঁসর, শঙ্খ, ঘণ্টা, থালা বাজানো। পাশাপাশি গুয়াহাটিতে অনেক বাজিও পুড়ছে। দূরত্ব বজায় রাখার বদলে উৎসবের মেজাজে একসঙ্গে হুল্লোড় করে থালা ও ঘণ্টা বাজানো, মাইকে গান বাজানো ও বাজি পোড়ানো চলে। বিজেপি কর্মীরা মোদীর নামে জয়ধ্বনিও দেন। ঘণ্টা বাজাতে বাজাতে লোকজন রাস্তায় নেমে পড়েন। অনেকটা যেন নগর সংকীর্তনের চেহারা নেয় গোটা ব্যাপারটা। শেষে উৎসাহের আতিশয্য কমিয়ে পুলিশ তাঁদের বাড়ি পাঠায়।
আজ গেল জনতা কার্ফু। আগামিকালও ব্যবসা বন্ধের ডাক দিয়েছে অসম চেম্বার অব কমার্স। অসমে এখনও পর্যন্ত কোনও করোনা সংক্রমণের খবর না থাকলেও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সোমবার সকাল ৮টা পর্যন্ত কার্ফু মেনে চলার অনুরোধ করেছেন, আগামী দু’সপ্তাহ খুব প্রয়োজন ছাড়া রাজ্যবাসীকে বাইরে বেরোতে বারণ করেছেন। গুয়াহাটিতে ২৪ মার্চ পর্যন্ত সিটি বাস চলাচলও বন্ধ থাকবে। অসম সরকার আন্তঃরাজ্য গাড়ি-বাস চলাচল বন্ধ করল ৩১ মার্চ পর্যন্ত। ট্রেন চলাচল বন্ধ থাকলেও আজ গুয়াহাটি, ডিব্রুগড়, শিলং, যোরহাট, ইম্ফল, তেজপুর, আগরতলায় বিমান চলাচল ছিল স্বাভাবিক। স্পাইসজেট বাদে অন্য উড়ান বাতিল হয়নি।
কাল সন্ধ্যায় অসমের যোরহাট জেলার পুলিবরের সাড়ে চার বছরের মেয়ের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে বলে জানা যায়। যোরহাটের জেলাশাসক রোশনি অপরাঞ্জি করাতি জানিয়েছিলেন, যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে করা প্রথম পরীক্ষায় করোনার উপস্থিতি মিলেছে। নিশ্চিত হতে ডিব্রুগড়ের লাহোয়ালে থাকা আইসিএমআরে দ্বিতীয় বার নমুনা পরীক্ষা করা হয়। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ জানান, দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ এসেছে। মেয়েটির দেহে কোভিড-১৯ নেই। এখনও পর্যন্ত করোনামুক্ত অসম। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেয়েটিকে, তার মা ও দিদির সঙ্গেই যোরহাট মেডিক্যাল কলেজে নজরদারিতে রাখা হয়েছে। ১৯ মার্চ মা ও দিদির সঙ্গে সে বিহার থেকে ট্রেনে উঠে যোরহাটে মামাবাড়িতে আসে। স্থানীয় আশা কর্মীরা জানতে পারেন, মা-মেয়ের সর্দি-কাশি হয়েছে। তাঁরা বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে এনেছিলেন।
আরও পড়ুন: হাততালি, ঘণ্টায় দেশ জুড়ে কৃতজ্ঞতা প্রকাশ, মোদীর ডাকে বিপুল সাড়া
অন্য দিকে এক মাস বাংলাদেশে থেকে শিলচরে ফিরতেই কোয়রান্টিনে পাঠানো হল এক প্রৌঢ়কে৷ পরীক্ষায় তাঁর দেহে করোনার উপসর্গ মেলেনি৷ তবু তাকে ১৪ দিনের পর্যবেক্ষণে শিলচর মেডিক্যাল কলেজে রাখা হয়েছে৷ অবৈধ অনুপ্রবেশের দায়ে বদরপুর স্টেশনে ট্রেন থেকে ধৃত নাইজেরীয় যুবক-যুবতী ও চুরাইবাড়ি থেকে ধৃত দুই নাইজেরীয়কেও ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। কার্বি আংলংয়ে বোকাজান স্টেশনে চেন্নাই এক্সপ্রেস থেকে নামা ২৫ যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার পরে ১৪ দিন হোম কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর কলেজের ২০ জন ছাত্রছাত্রী রাজস্থানে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন। কলেজেরই গার্লস হোস্টেলে তাদের ১৪ দিনের কোয়রন্টিনে রাখা হয়েছে।
নাগাল্যান্ড ও মিজোরামে শুরু হয়েছে লক ডাউন। আগামিকাল থেকে সব দোকান বন্ধ রাখা হবে। শুধু ওষুধ ও অত্যাবশ্যক পণ্য মিলবে। বাণিজ্যিক ও ব্যক্তিগত গাড়ি চলাচলও বন্ধ রাখা হচ্ছে। শুধু পুলিশ, দমকল, অ্যাম্বুল্যান্স ও সাংবাদিকদের গাড়ি চলতে পারবে। সকলকে ঘরে থাকতে বলা হয়েছে। আন্তঃরাজ্য সীমানাগুলি বন্ধ রাখা হচ্ছে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে শুধু নিরাপত্তাবাহিনীর গাড়ি ও অত্যাবশ্যক পণ্যের গাড়ি চলতে পারবে। বন্ধ থাকবে সব সরকারি, বেসরকারি দফতর। আবশ্যক দফতরে প্রয়োজনীয় কর্মীরাই আসবেন। নিষেধাজ্ঞা না-মানলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। মেঘালয় ও মণিপুরেও ৩১ মার্চ পর্যন্ত আংশিক লকডাউন থাকছে। চলবে ২০-২৫ শতাংশ গাড়ি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy