Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Coronavirus in India

ধ্রপদী নৃত্যে করোনা প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিলেন কেরলের শিল্পী

মেথিল তাঁর চার মিনিটের এই মোহিনীআট্যম নাচে, করোনাভাইরাসকে একটি অসূর হিসেবে দেখিয়েছেন। আর তাকে হারাতে আমাদের কী কী মেনে চলতে হবে তা বর্ণনা করেছেন।

মেথিল দেবিকা। ছবি: ইউটিউব থেকে নেওযা।

মেথিল দেবিকা। ছবি: ইউটিউব থেকে নেওযা।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২০ ১৫:১৮
Share: Save:

কেরলের ধ্রুপদী নৃত্যশিল্পী মেথিল দেবিকা নাচের মাধ্যমে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন। ভিডিয়োটি ইতিমধ্যেই নেটাগরিকদের প্রশংসা পাচ্ছে। ভিডিয়োর শুরুতে কেরলের এক মন্ত্রী মেথিলাার এই উদ্যোগের প্রশংসা করেছেন। নাচের অর্থ বোঝাতে ইংরেজি ও মালয়ালম সাবটাইটেলও ব্যবহার করা হয়েছে।

ভিডিয়োর শুরুতেই কেরলের স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী কেকে শৈলজা বলেন, এই ভাইরাসের মোকাবিলায় সমাজের সব স্তরের মানুষের যোগদান প্রয়োজন। মেথিলের এই নৃত্য মানুষের মধ্যে সচেতনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মেথিল তাঁর চার মিনিটের এই মোহিনীআট্যম নাচে, করোনাভাইরাসকে একটি অসূর হিসেবে দেখিয়েছেন। আর তাকে হারাতে আমাদের কী কী মেনে চলতে হবে তা বর্ণনা করেছেন। নাচের মধ্যেই বার্তা দিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, হাঁচি, কাশির সময় কী ভাবে মুখ ঢাকতে হবে। তাহলেই বধ করা যাবে এই ভাইরাসকে।

আরও পড়ুন: মানসিক চাপ কমাতে নিরাপদে ঘরে বসে মারুন করোনা, সাহায্য করছেন ‘মোদী’

আরও পড়ুন: বাড়ি থেকে রিপোর্টিংয়ের বিড়ম্বনা, খালি গায়ে ক্যামেরায় চলে এলেন মহিলা সংবাদিকের বাবা

ভিডিয়োটি পয়লা এপ্রিল মেথিলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পয়েছে। এখনও পর্যন্ত সেটি প্রায় ৬১ হাজার বার দেখা হয়েছে। বহু নেটাগরিক এই উদ্যোগের প্রশাংসা করেছেন। এক ইউজার লিখেছেন, সচেতনা ছড়িয়ে দিতে খুব সুন্দর একটি উদ্যোগ।
দেখুন সেই ভিডিয়ো:

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

অন্য বিষয়গুলি:

Coronavirus Kerala Dance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE