—ফাইল চিত্র
প্রথম বার সিবিএসই পরীক্ষায় ধাক্কা দিয়েছিল দিল্লির হিংসা। দ্বিতীয় বার লকডাউন। এমন পরিস্থিতিতে সিবিএসই-র দশম ও দ্বাদশ মানের পরীক্ষা হবে কিনা, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। কিন্তু বুধবার সব জল্পনায় জল ঢেলে দিয়ে সিবিএসই স্পষ্ট জানিয়ে দিল, লকডাউন মেটার পর, পরিস্থিতি খতিয়ে দেখে হবে পরীক্ষা। পরীক্ষার্থীদের এ বিষয়ে আগাম জানাবে সিবিএসই।
এ দিন সিবিএসই-র তরফে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশম মানের বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে। বাকি থাকা পরীক্ষাগুলির কথা পয়লা এপ্রিলের প্রেস বিজ্ঞপ্তিতে আগেই জানিয়ে দিয়েছিল সিবিএসই। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের ১০ দিন সময় দেওয়া হবে বলেও জানানো হয়েছে। পরীক্ষা নিয়ে আগের বিজ্ঞপ্তিতে বোর্ডের যে অবস্থানের কথা বলা হয়েছিল তা মানা হবে বলে এ দিন ফের জানিয়ে দিয়েছে সিবিএসই। আরও বলা হয়েছে, লকডাউন উঠলে পরিস্থিতি বিচার করেই পরীক্ষা শুরু হবে।
বুধবার সিবিএসই-র জারি করা বিজ্ঞপ্তি।
এর আগে পয়লা এপ্রিল প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সিবিএসই জানিয়ে দেয়, লকডাউন উঠলে ২৯টি মূল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। গত ফেব্রুয়ারি মাসে উত্তর পূর্ব দিল্লিতে হিংসার কারণে পরীক্ষায় বসতে পারেননি অনেক পরীক্ষার্থী। তাঁদের ক্ষেত্রেও ফের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পয়লা এপ্রিল উল্লেখ করা বিষয়গুলির পরীক্ষাই সিবিএসই নেবে।
পয়লা এপ্রিল সিবিএসই-র জারি করা বিজ্ঞপ্তি।
আরও পড়ুন: ৫ রাজ্যের সীমানা স্পর্শ, শপথ নিয়েই কোয়রান্টিনে বাঙালি প্রধান বিচারপতি
এ দিন সার্কুলার জারি করার আগে একটি টুইটও করে সিবিএসই। তাতে বলা হয়, ‘দশম মানের পরীক্ষা নিয়ে অনেক জল্পনা শুরু হয়েছে। ফের জানানো হচ্ছে, পয়লা এপ্রিল যে দশম ও দ্বাদশ মানের ২৯টি বিষয়ের পরীক্ষা নিয়ে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তেই অনড় বোর্ড।
Recently there has been a lot of speculation regarding 10th CBSE Board exams. It is reiterated that the boards decision to take board exams for 29 subjects of class 10 and 12, stands the same as mentioned in circular dated 1.4.20.@DrRPNishank @PMOIndia @PTI_News
— CBSE HQ (@cbseindia29) April 29, 2020
কবে ফল প্রকাশিত হবে? এ নিয়ে বোর্ডের সচিব অনুরাগ ত্রিপাঠী জানিয়েছেন, ‘‘আমরা মূল্যায়ন প্রক্রিয়া শুরু করে দিয়েছি। কিন্তু লকডাউনের জন্য তা এখনও শেষ হয়নি। চূড়ান্ত ফলের জন্য আমাদের এখনও ১ থেকে ২ মাস সময় লাগবে।’’ তাঁর অবশ্য দাবি, লকডাউন মিটে যাওয়ার পর, মূল্যায়ন হয়ে গেলে, সরকারের অনুমতি সাপেক্ষে ১০ দিনের মধ্যে ফল ঘোষণা করতে পারবে বোর্ড। পড়ুয়াদের সিবিএসই-র ওয়েবসাইটে নজর রাখার পরামর্শও দিয়েছেন অনুরাগ।
আরও পড়ুন: টিকিয়াপাড়ায় পুলিশের উপরে হামলায় নিন্দার ঝড় শাসক-বিরোধী শিবিরে, ধৃত ১০
মঙ্গলবার সিবিএসই-র পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রী রমেশ পোখরিয়ালের সঙ্গে বৈঠক করেন দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসৌদিয়া। দশম ও দ্বাদশ মানের পরীক্ষা বাতিল করে, অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে পড়ুয়াদের উত্তীর্ণ করে দেওয়ার প্রস্তাব দেন মণীশ। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় টুইটও করেন তিনি। আর তখন থেকেই জল্পনা শুরু হয়। এর মধ্যেই দশম মানের পরীক্ষা বাতিল হতে পারে বলে এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়ে বসেন সিবিএসই-র সচিব অনুরাগ ত্রিপাঠী। আর তাতে জল্পনা আরও জোরাল হয়ে ওঠে। পরিস্থিতি আন্দাজ করেই শেষ পর্যন্ত প্রেস বিজ্ঞপ্তি জারি করে সিবিএসই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy