Advertisement
১৮ নভেম্বর ২০২৪
Coronavirus

করোনা আপডেট: রাজ্যে রাজ্যে লকডাউন বাড়ছে, দেশে আক্রান্ত বেড়ে ৩১৫, রাজ্যে ৪

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৪ জন আক্রান্ত হয়েছেন।

রবিবার থেকে ৩১ মার্চ পর্যন্ত জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজস্থানে পুরোপুরি লকডাউনের ঘোষণা মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের। ছবি: পিটিআই।

রবিবার থেকে ৩১ মার্চ পর্যন্ত জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজস্থানে পুরোপুরি লকডাউনের ঘোষণা মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের। ছবি: পিটিআই।

শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ১১:৪২
Share: Save:

সময় যত গড়াচ্ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যাও ততই বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ছিল ২৫৮। এ দিন সন্ধ্যায় তা পৌঁছয় ৩১৫-তে। দেশে যাতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে না বাড়ে, তার জন্য সব রাজ্য সরকারগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে কেন্দ্র। সংক্রমণ এড়াতে মুম্বইয়ে শাট ডাউন-এর পথে হেঁটেছে রাজ্য সরকার। দিল্লি, লখনউয়ের ছবিটাও প্রায় একই রকম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, গোটা বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ ৩৫ হাজার। মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। সংক্রমণ ছড়িয়েছে ১৬৬টি দেশে। ইউরোপে মোট মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। স্পেন, জার্মানিতে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে।

রাজ্য

• পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪।

• আক্রান্ত উত্তর ২৪ পরগনার হাবড়ার তরুণী। সোমবার স্কটল্যান্ড থেকে ফিরেছেন তিনি।

• তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

• বেলেঘাটা আই়ডির এক সাফাইকর্মীকে আইসোলেশনে রাখা হয়েছে।

• সাফাইকর্মী দুই করোনা আক্রান্তের ঘর পরিষ্কার করতেন।

দেশ

• করোনাভাইরাসের মোকাবিলায় আগামিকাল, রবিবার থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজস্থানে পুরোপুরি লকডাউনের ঘোষণা মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের। যদিও জরুরি পরিষেবাকে এর আওতার বাইরে রাখা হয়েছে। ওই সময়ের মধ্যে সরকারি ও বেসরকারি অফিস, শপিং মল, দোকানপাট, কলকারখানা-সহ গণপরিবহণ ব্যবস্থা বন্ধ থাকবে বলে জানিয়েছেন গহলৌত।

• ২২ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত লকডাউন ওড়িশায় প্রায় ৪০ শতাংশ অঞ্চলে। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ঘোষণা করেন, ভুবনেশ্বর-সহ রাজ্যের পাঁচ জেলা এবং আটটি শহরেও লকডাউন চলবে।

• আমদাবাদ, সুরাত, রাজকোট, বডোদরার মতো গুজরাতের চার শহরে আগামী ২৫ মার্চ পর্যন্ত লকডাউন চলবে।

• তামিলনাড়ু এবং পুদুচেরিতে ১৫ এপ্রিল পর্যন্ত দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা স্থগিত। ২৭ মার্চ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

• ৩১ মার্চ পর্যন্ত সব পরীক্ষা বাতিল করল হিমাচল প্রদেশ।

• ২৯ মার্চ পর্যন্ত পাঁচটি জেলা সম্পূর্ণ ‘লকডাউন’-এর নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এই জেলাগুলো হল—খুর্দা, গঞ্জাম, কটক, আঙুল, কেন্দ্রাপাড়া।

• ৩১ মার্চ পর্যন্ত বৃন্দাবন মন্দির বন্ধ করার সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ।

• কর্নাটকের ধারওয়ারে ১৪৪ ধারা জারি।

• উত্তর গোয়াতে ১৪৪ ধারা জারি।

• দক্ষিণ কন্নড়-কেরল সীমানায় যান চলাচলে রাশ টানা হয়েছে।

• কোয়রান্টিনে থাকা দিল্লির এক দম্পতিকে ট্রেনে থেকে তেলেঙ্গনার কাজিপেটে নামতে দেখা গিয়েছে বলে রেল সূত্রে খবর।

• সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে ৮ যাত্রীর দেহে ভাইরাস মিলেছে। গত ১৩ মার্চ দিল্লি থেকে রামগুন্ডামে গিয়েছিলেন তাঁরা। শুক্রবার নমুনার রিপোর্টে পজিটিভ ধরা পড়ে। টুইট করে এমনটাই জানিয়েছে রেল মন্ত্রক।

• করোনা সংক্রমণ ছড়ালো দেশের আরও দুই রাজ্যে। মধ্যপ্রদেশে চার জন ও হিমাচল প্রদেশে দুই জন আক্রান্তের খবর মিলেছে।

• জম্মু-কাশ্মীর জেলা প্রশাসন বাড়িতেই নমাজ পড়ার জন্য লোকজনের কাছে আবেদন জানিয়েছে। দরগা হজরতবালে সাময়িক ভাবে সমবেত প্রার্থনা বন্ধ করে দেওয়া হয়েছে।

• গুরুগ্রামে এক নাবালকের দেহে করোনা সংক্রমণের উপসর্গ মিলেছে। তার পরই তাকে কোয়রান্টিনে পাঠানো হয়। কয়েক দিন আগে ছেলেটির দিদির দেহে ভাইরাসের হদিস মেলে। সেখান থেকেই ছেলেটি সংক্রমিত হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর।

• ফ্রান্সফেরত তেলঙ্গানার এক যুবক কোয়রান্টিন অগ্রাহ্য করে বিয়ে করেন। অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় এক হাজার মানুষ।

• উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর সমস্ত মন্ত্রীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন।

• রাজস্থানের ভিলওয়ারায় নতুন করে ৬ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এই নিয়ে সে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২৩।

• গুজরাতের ভদোদরায় ৫২ বছরের এক প্রৌঢ়ের দেহে করোনাভাইরাস মিলেছে। নমুনার রিপোর্ট পজিটিভ। শ্রীলঙ্কা থেকে সম্প্রতি ভারতে এসেছেন তিনি। এই নিয়ে ওই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮।

• যাত্রী না মেলায় আপাতত ২৫ শতাংশ আন্তর্দেশীয় উড়ান বাতিলের কথা ঘোষণা করেছে ইন্ডিগো। অন্য দিকে, ‘জনতা কার্ফু’র জন্য রবিবার সব উড়ান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে গো এয়ার।

• সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পশ্চিম রেল ৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে। তার মধ্যে রয়েছে— উজ্জয়িনী এক্সপ্রেস (১৪৩০৯/১০), মাদগাঁও-নিজামুদ্দিন রাজধানী(২২৪১৩/১৪), মন্দসৌর-মেরঠ সিটি এক্সেপ্রেস(২৯০১৯) এবং দেহরাদূন এক্সপ্রেস(২৯০২০)।

আরও পড়ুন: রাজ্যে তৃতীয় করোনা আক্রান্ত স্কটল্যান্ডফেরত হাবড়ার তরুণী

আরও পড়ুন: সাবধান হোন, করোনাভাইরাসের স্টেজ থ্রি আটকাতে হবে

• দিল্লির স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুক্রবার রাতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২০।

• দেহরাদূনে জরুরি ভিত্তিতে একটি হোটেল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। দেহরাদূনে যে মহিলার দেহে ভাইরাসের প্রমাণ মিলেছে, তিনি ওই হোটেলটিতেই উঠেছিলেন।

আন্তর্জাতিক

• ২৮ মার্চ পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক উড়ান বাতিল করল পাকিস্তান এয়ারলাইন্স।

• দক্ষিণ কোরিয়ায় শনিবার নতুন করে ১৪৭ জন সংক্রমিত হয়েছেন। রয়টার্স জানাচ্ছে, সেখানে সংক্রমণের সংখ্যা সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে।

• মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স-এর দলের এক আধিকারিকের করোনা পজিটিভ ধরা পড়েছে। এই প্রথম হোয়াইট হাউসের কোনও আধিকারিক সংক্রমিত হলেন।

• তরুণ প্রজন্মকেও সতর্কবার্তা হু-র ডিরেক্টর জেনারেলের। তিনি বলেন, “কম বয়সিরাও কোভিড-১৯ এ আক্রান্ত হতে পারেন। এমনকি মৃত্যুও হতে পারে। মেলামেশা বন্ধ করুক তাঁরা। তাঁদের থেকে সংক্রমণ ছড়াতে পারে বয়স্কদের মধ্যে।”

• ওয়াশিংটন ডিসির ভারতীয় দূতাবাস আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের জন্য ট্র্যাভেল অ্যাডভাইজরি জারি করেছে।

• চিনে শনিবার নতুন করে কোনও সংক্রমণ ছড়ায়নি। এ নিয়ে পর পর তিন দিন। এমনটাই জানিয়েছে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন।

• মঙ্গলবার থেকে কলম্বিয়া গোটা দেশে কোয়রান্টিন করতে চলেছে। শুক্রবার রাতে এ কথা জানিয়ছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।

• সিঙ্গাপুরে নতুন করে দু’জনের মৃত্যু হয়েছে শনিবার।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

অন্য বিষয়গুলি:

Coronavirus India করোনাভাইরাস
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy