রাম মন্দির নির্মাণের সেই ছবি।
উপগ্রহ চিত্রে ধরা পড়ল অযোধ্যার রাম মন্দিরের নির্মাণস্থল। জোর কদমে চলছে প্রস্তাবিত রাম মন্দির নির্মাণের কাজ। যে জমিতে নির্মাণকাজ চলছে সেখানে খননকাজ এবং মন্দিরের কাঠামো গঠনের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র জানিয়েছে, বিশেষজ্ঞদের পরামর্শ মতো মন্দিরের কাঠামোর জন্য অতিরিক্ত কংক্রিটের স্তর তৈরি করা হয়েছে। মন্দির নির্মাণে রোলার কমপ্যাক্টেড কংক্রিট(আরসিসি) কৌশল ব্যবহার করা হচ্ছে।
After discussions with experts regarding foundation of Shri Ram Janmbhoomi Mandir, it has been decided that foundation work will be done using Roller Compacted Concrete technique. Total 40-45 layers of concrete will be put in 1,20,000 sq feet area. 4 layers have been completed. pic.twitter.com/qwID39hhjH
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) May 31, 2021
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র আরও জানিয়েছে, ১ লক্ষ ২০ হাজার বর্গ ফুট জায়গায় ৪০-৪৫টি কংক্রিটের স্তর তৈরি করা হবে। তার মধ্যে ৪টে স্তর তৈরি করা হয়েছে। পুরো চত্বর পরিষ্কার হয়ে গেলে সবচেয়ে বড় স্তরটি বানানো হবে। এই আরসিসি পদ্ধতিতে মন্দিরের কাঠামো আরও মজবুত বলে দাবি রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy