ফাইল চিত্র
ছত্তীসগঢ়ের পুরভোটে জিতল শাসক দল কংগ্রেস। ১৫১টি পুরসভার ভোটে ঘোষিত ২০৩২টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস পেয়েছে ৯২৩টি ওয়ার্ড। বিজেপি জিতেছে ৮১৪টি ওয়ার্ডে। এ ছাড়া অজিত যোগীর দল জনতা কংগ্রেস ছত্তীসগঢ় (জে) ১৭টি এবং নির্দল প্রার্থীরা ২৭৮টি ওয়ার্ডে জয়লাভ করেছে। আরও ৭৯৯টি ওয়ার্ডে গণনা চলছে।
তবে রায়পুর পুরসভার ৭০টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ২৩ এবং কংগ্রেস ২২টি ওয়ার্ডে জয়লাভ করেছে।
পুরসভার ভোট হয়েছিল ২১ ডিসেম্বর। গণনা শুরু হয় মঙ্গলবার। এক নির্বাচনী আধিকারিক বলেন, ‘‘ছ’টি ওয়ার্ডে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। তিনটি ওয়ার্ডে বিরোধী পক্ষের মনোনয়নই জমা পড়েনি। দু’টি ওয়ার্ডে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর একটি কেন্দ্রে এক জন প্রার্থীর মৃত্যুর জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে।’’
এই জয়ে প্রত্যাশিত ভাবেই খুশি কংগ্রেস। ছত্তীসগঢ় কংগ্রেসের মুখপাত্র শৈলেশ নিতিন ত্রিবেদী বলেন, ‘‘ভোটের ফলে এটা স্পষ্ট যে বিজেপির থেকে বেশি ওয়ার্ডে জিতেছে কংগ্রেস। যে ওয়ার্ডগুলিতে গণনা চলছে, সেগুলিতেও এগিয়ে রয়েছে কংগ্রেস।’’ রাজ্য বিজেপির প্রধান বিক্রম উসেন্ডির দাবি, এই ফলাফল দেখে বোঝা যাচ্ছে, এই এক বছরেই ভূপেশ বাঘেলের সরকারের জনপ্রিয়তা কমছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy