গ্রাফিক: শৌভিক দেবনাথ
মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ‘ইন্ডিয়া’ কল্পনাই করে না কংগ্রেস। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর সম্ভাবনা তৃণমূলনেত্রী উড়িয়ে দেওয়ার পরও এমনই মন্তব্য করলেন জয়রাম রমেশ। বুধবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস মুখপাত্রের বার্তা, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নেত্রী। আর তৃণমূল ‘ইন্ডিয়া’র অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।’’
কংগ্রেসের তরফে এই বার্তা ‘তাৎপর্যপূর্ণ’। কারণ, বুধবার দুপুরেই মমতা বাংলায় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়েছেন। তৃণমূলনেত্রী জানিয়েছেন, বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে তাঁর (তৃণমূলের) কোনও সম্পর্ক নেই। মমতার কথায়, ‘‘অল ইন্ডিয়ায় কী করব, না করব, সেটা আফটার ইলেকশন (লোকসভা ভোটের পর) ভাবব।’’ তবে জয়রামের দাবি, মমতার ‘পুরো বার্তা’ না জেনেই বিভিন্ন জায়গায় ব্যাখ্যা হচ্ছে। তাঁর কথায়, ‘‘মমতাজির পুরো বয়ান হল, ‘আমাদের বিজেপিকে হারাতে হবে। বিজেপিকে হারাতে এক কদমও পিছনে ফেলব না।’ সেই ভাবনা নিয়েই তো আমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করছি।’’
বস্তুত, ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ পশ্চিমবঙ্গে ঢুকবে। অসম-বাংলা সীমান্তের কোচবিহারের বক্সিরহাট হয়ে বাংলায় আসবেন রাহুল। জয়রাম বলছেন, ‘‘লম্বা সফরে বেরোলে রাস্তায় কখনও কখনও ‘স্পিড ব্রেকার’ চলে আসে। কখনও লালবাতি জ্বলে ওঠে (সিগন্যালে)। সেই স্পিড ব্রেকার পার করে এগোতে হয়। সিগন্যালের লাল রং-ও এক সময় হলুদ হয়।”
মঙ্গলবার গুয়াহাটিতে ভারত জোড়ো ন্যায় যাত্রার সাংবাদিক বৈঠকে রাহুল জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসন সমঝোতা নিয়ে তাঁদের আলোচনা চলছে। সময়মতো তার ফল সবাই জানতে পারবেন। তিনি যে এই ‘আলোচনা’ নিয়ে কতটা সদ্র্থক তা বোঝাতে রাহুল বলেন, ‘‘মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত ও দলের সম্পর্ক (রিস্তা) খুবই ভাল। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই রকম (বিতর্ক) হয়। আমাদের কেউ কিছু বলে দেন। ওঁদের কেউ কিছু বলেন। এটা অস্বাভাবিক নয়। কিন্তু সে সব এতে (আসন বোঝাপড়ায়) বাধা হয়ে দাঁড়াবে না।’’ কিন্তু বুধবার এ নিয়ে হাওড়ার ডুমুরজলায় মমতাকে প্রশ্ন করতেই তিনি জানান, বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তিনি এ-ও বলেন, ‘‘আমার কারও সঙ্গে কোনও কথা হয়নি। আমার প্রস্তাব প্রথম দিনেই প্রত্যাখ্যান করেছে! আমার সঙ্গে কারও কোনও আলোচনা হয়নি। অ্যাবসোলিউটলি মিথ্যা কথা!’’ তবে এ সবের পরও ‘আশা’ ছাড়ছে না কংগ্রেস। দলীয় মুখপাত্র জয়রাম বলেন, ‘‘মমতা তৃণমূলের নেত্রী। তিনি বাংলার নেত্রী। দেশেরও নেত্রী। ‘ইন্ডিয়া’য় গুরুত্বপূর্ণ স্তম্ভ তৃণমূল কংগ্রেস।’’ এর পর হাত নেড়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘আমরা মমতাজিকে ছাড়া ইন্ডিয়া গঠবন্ধন কল্পনাই করতে পারি না। এবং আমরা এটাও আশা করছি যে, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হারানোর বিষয়ে যে কথা বলেছেন, সেই লক্ষ্যে অবিচল থাকবেন।’’
বস্তুত, মমতা বাংলায় জোটের সম্ভাবনা উড়িয়ে দিলেও কংগ্রেস যে আশাবাদী, জয়রামের কথায় সেটা স্পষ্ট। তিনি জানান, ওই বিশ্বাস নিয়েই বাংলায় প্রবেশ করবে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। আর ইন্ডিয়া অটুট থাকবে। কংগ্রেসের সঙ্গে প্রতিটি অবিজেপি দল থাকবে বলে পূর্ণ আস্থাশীল তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy