Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
AmitS hah

সাড়ে পাঁচ বছরে ব্যবসা বেড়েছে ১৫০০০ শতাংশ! অমিত-পুত্র জয়ের বিরুদ্ধে তোপ কংগ্রেসের

হিসাব জমা দেওয়ার জন্য জয় শাহকে কেন নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করত হল, সেই প্রশ্নও তোলেন পবন খেরা।

জয় শাহ। —ফাইল চিত্র।

জয় শাহ। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৯ ১৭:১০
Share: Save:

মাত্র কয়েক বছরেই ব্যবসায় ‘বাড়াবাড়ি’ লাভ নিয়ে ফের তোপের মুখে অমিত পুত্র জয় শাহ। ২০১৪ সালে প্রথম বার মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে গত পাঁচ বছরে তাঁর সংস্থার আয় ১৫০০০ শতাংশ বেড়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস। তাদের বক্তব্য, দেশ জুড়ে যখন অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে, তখন কোন মন্ত্রবলে নিজের সম্পত্তি এত বাড়িয়ে নিলেন অমিত পুত্র?

কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের একটি তালিকা উদ্ধৃত করে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে ‘দ্য ক্যারাভান’ পত্রিকা। তাতে দেখা গিয়েছে, ২০১৪ সালে জয় শাহের সংস্থা কুসুম ফিনসার্ভ লিমিটেডের মোট আয় ছিল ৭৯ লক্ষ ৬০ হাজার টাকা। ২০১৯ সালে তা বেড়ে ১১৯ কোটি ৬১ লক্ষ টাকা হয়েছে। সেই সঙ্গে জানা যায়, সংস্থার আয় বাড়লেও ২০১৭ ও ২০১৮ সালে তার হিসাব দেখাননি জয় শাহ। অতি সম্প্রতি সেই সংক্রান্ত তথ্য জমা করেন তিনি।

এই নিয়ে শুক্রবার দিল্লিতে দলের সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা। তিনি বলেন,‘‘আপনার, আমার মতো মানুষ হিসাব না দেখালে তা অপরাধ হিসাবে গণ্য হত। পাঁচ লক্ষ টাকা পেনাল্টি ঘাড়ে চাপত। কিন্তু যুবরাজ জয় শাহ নিয়ম-কানুনের ঊর্ধ্বে। তাই ২০১৭ ও ২০১৮ সালের হিসাব দেখাননি উনি। লোকসভা নির্বাচন না মেটা পর্যন্ত অপেক্ষা করছিলেন।’’

আরও পড়ুন: লক্ষ্য কাশ্মীরে অস্থিরতা তৈরি, শীতে ফিদায়েঁ হামলা চালাতে পারে পাক জঙ্গিরা, সতর্কবার্তা গোয়েন্দাদের

আরও পড়ুন: হিতে বিপরীত! বৃষ্টিতে আরও ভয়াবহ দিল্লির দূষণ, কাল থেকে ফের জোড়-বিজোড় নীতি

হিসাব জমা দেওয়ার জন্য জয় শাহকে কেন নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করত হল, সেই প্রশ্নও তোলেন পবন খেরা। তাঁর কথায়, ‘‘নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ওঁকে কেন অপেক্ষা করতে হল, তা জানতে হবে আমাদের। ২০১৪-য় কুসুম ফিনসার্ভ লিমিটেডের মোট বার্ষিক আয় ছিল ৮০ লক্ষ। ২০১৯-এ তা ১১৯ কোটি ৬০ লক্ষ হয়ে গেল। আবার ২০১৭-য় ১৪৩ কোটি পর্যন্তও উঠেছিল। যুবরাজ শাহ এবং তাঁর পরিবারের ওই সংস্থা কী ব্যবসা করেন, তা কারও জানা নেই। কী এমন ব্যবসা করেন ওঁরা, মাত্র কয়েক বছরেই যার ব্যবসা ১৫০০০ শতাংশ বেড়ে যায়? কীসের ব্যবসা করেন তা আজও খোলসা করেননি উনি। কখনও শুনি লেনদেনের ব্যবসা, কখনও শুনি কৃষিপণ্য বিক্রি করেন আবার কখনও শুনি পরামর্শদাতা হিসাবে কাজ করেন। কী ব্যবসা করেন তা জানি না, তবে যে মন্ত্রবলে ফুলেফেঁপে উঠছেন, তাতে দেশে অর্থনৈতিক সঙ্কট নেই বলে মনে হতে পারে।’’ সংসদের শীতকালীন অধিবেশনেও বিষয়টি তুলবেন বলে জানিয়েছেন খেরা।

জয় শাহের ব্যবসা বৃদ্ধি নিয়ে গতকাল টুইটারে বিজেপিকে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীও। ফারুখ আবদুল্লাকে নিয়ে সংসদে অমিত শাহের মন্তব্য টেনে বলেন মাথায় বন্দুক ঠেকিয়ে খুব শীঘ্র রিপোর্টটি তুলে নেওয়া হতে পারে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব নিযুক্ত হয়েছেন জয় শাহ। সেই নিয়েও কম সমালোচনা হয়নি। তার মধ্যেই নতুন করে তাঁর ব্যবসা বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ নিয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

অন্য বিষয়গুলি:

Amit Shah Jay Shah BJP Corporate Ministry Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy