পোশাকি নাম ‘গৃহলক্ষ্মী’। আদতে বাংলার মুখ্যমন্ত্রী ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের কংগ্রেস সংস্করণ। হিমালচল প্রদেশ এবং কর্নাটকে সাফল্যের পরে এ বার রাজস্থানেও বিজেপিকে হারাতে সেই ‘অস্ত্র’ প্রয়োগ করল কংগ্রেস। দলের নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর উপস্থিতিতে বুধবার মরুরাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত এই প্রতিশ্রুতি দিয়েছেন।
ঝুনঝুনু জেলায় অরদাওয়াতায় কংগ্রেসের জনসভায় প্রিয়ঙ্কার সামনে গহলৌত বলেন, ‘‘কংগ্রেসের সরকার ফিরে এলে প্রতি পরিবারের গৃহকর্ত্রীকে বার্ষিক ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।’’ সেই সঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী জানান, কংগ্রেস ক্ষমতায় প্রত্যাবর্তন করলে রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ পরিবারকে ৫০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত মে মাসে কর্নাটকে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ভোটে জিতে ক্ষমতা দখল করলে সে রাজ্যের প্রতিটি পরিবারের এক জন মহিলাকে গৃহলক্ষ্মী প্রকল্পে মাসিক ২,০০০ টাকা আর্থিক ভাতা দেওয়া হবে। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পরেই রাহুল গান্ধীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে সেই প্রকল্প চালু করেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
তার আগে হিমাচলেও মহিলাদের মাসিক দেড় হাজার টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়ে বিধানসভা ভোটে বাজিমাত করেছিল কংগ্রেস। তবে এ বার রাজস্থানের বিধানসভা ভোটে প্রতিশ্রুত অনুদানের অঙ্ক কিছুটা কমে গেল। প্রসঙ্গত, বাংলার চালু হওয়া ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রীকে মাসে ৫০০ টাকা দেওয়া হয়।