Advertisement
০৩ অক্টোবর ২০২৪
Congress

মহাত্মা গান্ধীর কংগ্রেস সভাপতি হওয়ার শতবর্ষ পালন ডিসেম্বরে, আমন্ত্রণ পাচ্ছেন বারাক ওবামা?

আগামী ডিসেম্বরে কংগ্রেস শাসিত রাজ্য কর্নাটকের বেলগাভীতে এআইসিসির বিশেষ অধিবেশন বসছে। সেখানে আমেরিকার ডেমোক্র্যাটিক পার্টির নেতাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্নাটকের কংগ্রেস নেতারা একটি প্রস্তাব গ্রহণ করেছেন বলে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে।

(বাঁ দিকে) মহাত্মা গান্ধী এবং আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা।

(বাঁ দিকে) মহাত্মা গান্ধী এবং আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ২২:৫৫
Share: Save:

কংগ্রেসের কর্মসূচিতে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করতে পারেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা! স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী দলের সভাপতিত্বে মহাত্মা গান্ধীর আসীন হওয়ার শতবর্ষ স্মরণ অনুষ্ঠানে আসতে পারেন তিনি।

আগামী ডিসেম্বরে কংগ্রেস শাসিত রাজ্য কর্নাটকের বেলগাভীতে এআইসিসির বিশেষ অধিবেশন বসছে। সেখানে আমেরিকার ডেমোক্র্যাটিক পার্টির নেতাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্নাটকের কংগ্রেস নেতারা একটি প্রস্তাব গ্রহণ করেছেন বলে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে।

কংগ্রেসের ইতিহাস বলছে, মহাত্মা গান্ধী মাত্র একবারই দলের সর্বভারতীয় অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ১৯২৪ সালে, বেলগাভীতে। ৩৯তম সর্বভারতীয় অধিবেশনে। সেই ঘটনার স্বরণে আবার বেলগাভীতে বসবে অধিবেশন। সেই কর্মসূচিতে ওবামাকে আমন্ত্রণ জানানোর বিষয়ে তাঁরা প্রস্তাব নিয়েছেন বলে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার জানিয়েছেন। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বে অনুষ্ঠানের আয়োজক কমিটি এই প্রস্তাব অনুমোদন করেছে। ২৫ ডিসেম্বরের ওই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে ওবামার মতো বিশ্বনেতাকে আনতে চেয়েছি আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Barack Obama mahatma gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE