Advertisement
E-Paper

বিচারপতির বাড়িতে ‘নগদকাণ্ড’! সংসদে আলোচনা চায় কংগ্রেস, খড়্গে-নড্ডার সঙ্গে বৈঠকে ধনখড়

কংগ্রেস বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারের অভিযোগ নিয়ে সরকারের ব্যাখ্যা চেয়েছে। মুলতুবি প্রস্তাবের নোটিসে বলা হয়েছে, “বিষয়টি নিয়ে সবিস্তারে আলোচনা হওয়া প্রয়োজন।”

বিচারপতি যশবন্ত বর্মা।

বিচারপতি যশবন্ত বর্মা। —ফাইল ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১১:৫২
Share
Save

দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে টাকা উদ্ধারের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে দেশের রাজনৈতিক মহলে। এ বার এই বিষয়ে সবিস্তার আলোচনা চেয়ে সংসদে মুলতুবি প্রস্তাব আনতে চাইল কংগ্রেস। সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এই মর্মে নোটিস জমা দেন দলের দুই সাংসদ মনিকম টেগোর এবং রেণুকা চৌধরি।

কংগ্রেস বিচারপতির বাড়ি থেকে ‘টাকা উদ্ধারের ঘটনা’ নিয়ে সরকারের ব্যাখ্যা চেয়েছে। মুলতুবি প্রস্তাবের নোটিসে বলা হয়েছে, “বিষয়টি নিয়ে সবিস্তারে আলোচনা হওয়া প্রয়োজন।” অন্য দিকে, এই ‘নগদকাণ্ড’ নিয়ে সোমবার বেলায় রাজ্যসভার দলনেতা জেপি নড্ডা এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গের সঙ্গে বৈঠকে বসছেন চেয়ারম্যান জগদীপ ধনখড়।

বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারের অভিযোগ প্রকাশ্যে আসতেই বিষয়টি রাজ্যসভায় তুলেছিলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। ধনখড় বলেছিলেন, এই বিষয়ে গঠনমূলক আলোচনার জন্য তিনি সংসদের উচ্চকক্ষের দলনেতা এবং বিরোধী দলনেতার সঙ্গে আলোচনায় বসবেন। মনে করা হচ্ছে, সেই কারণেই সোমবার এই বৈঠকটি হতে চলেছে। একটি সূত্রের খবর, বেলা সাড়ে ১১টায় বৈঠকটি শুরু হয়েছে।

দোলের ছুটি চলাকালীন বিচারপতি বর্মার বাড়ি থেকে প্রচুর পরিমাণে নগদ উদ্ধার করা হয় বলে অভিযোগ। বিচারপতির সরকারি বাংলোয় আগুন লেগে গিয়েছিল। তাঁর পরিবারের সদস্যেরাই দমকল ডেকেছিলেন। দমকলেরকর্মীরা বাড়িতে ‘টাকার পাহাড়’ দেখতে পান বলে দাবি করা হচ্ছে। ওই সময়ে বিচারপতি বর্মা শহরে ছিলেন না। ওই ঘটনার জেরে বিতর্ক ছড়ায়। পদক্ষেপ করে সুপ্রিম কোর্টও। ‘নগদকাণ্ডে’র অনুসন্ধানের জন্য শীর্ষ আদালত একটি কমিটি গঠন করেছে। তাতে তিন হাই কোর্টের তিন জন বিচারপতি রয়েছেন। ‘নগদকাণ্ড’ ঘিরে এই বিতর্কের মাঝেই রবিবার দুপুরে সাফাইকর্মীরা দাবি করেন, তাঁরা বিচারপতি বর্মার বাসভবনের কাছে আবর্জনা পরিষ্কার করার সময়ে ময়লার স্তূপের মধ্যে কিছু আধপোড়া নোটের টুকরো খুঁজে পেয়েছেন।

Justice Yashwant Varma parliament Jagdeep Dhankhar Congress

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}