Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Priyanka Gandhi Vadra

ব্যাগে লেখা ‘প্যালেস্টাইন’! সংসদে ঢুকলেন প্রিয়ঙ্কা, বিজেপি বলল, তোষণের রাজনীতি করে কংগ্রেস

ওয়েনাড় লোকসভা উপনির্বাচনের জয়ের জন্য গত সপ্তাহে প্রিয়ঙ্কাকে অভিনন্দন জানাতে গিয়েছেন, ‘স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষে’র ভারতে নিযুক্ত দূত আবেদ এলরাজ়েগ।

প্রিয়ঙ্কা গান্ধী।

প্রিয়ঙ্কা গান্ধী। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৭:০১
Share: Save:

ইজ়রায়েল সেনা ১৪ মাস আগে গাজ়া দখলের অভিযান শুরু করতেই বিতর্কটা শুরু হয়েছিল। সোমবার তা আরও উস্কে দিলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ সোমবার সংসদে ঢুকলেন ‘প্যালেস্টাইন’ লেখা একটি ব্যাগ কাঁধে নিয়ে, যা দেখে বিজেপি সাংসদেরা অভিযোগ তুললেন প্রিয়ঙ্কা সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন।

গত ৭ অক্টোবর গাজ়া ভূখণ্ড থেকে ইজ়রায়েলে হামলা চালিয়েছিল স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। তার পর থেকে গাজা এবং আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কে ধারাবাহিক হামলা এবং ‘গ্রাউন্ড অপারেশন’ চালিয়ে প্রায় ৫০ হাজার মুসলিমকে খুন করেছে ইজ়রায়েলি সেনা। এদের অধিকাংশই নিরপরাধ সাধারণ মানুষ, মহিলা এবং শিশু।

কংগ্রেস ইতিমধ্যেই ‘জঙ্গি দমনের’ অছিলায় ইজ়রায়েল সেনার প্যালেস্টাইনি গণহত্যার বিরুদ্ধে সরব হয়েছে। কংগ্রেসের মুখপাত্র শামা মহম্মদ সোমবার জানিয়েছেন, প্যালেস্টাইনি নাগরিকদের প্রতি সহমর্মিতা জানাতেই প্রিয়ঙ্কার এই পদক্ষেপ। ওই ব্যাগে প্যালেস্টাইন ‘রাষ্ট্রের’ প্রতীক তরমুজের ছবিও আঁকা ছিল। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘একটি বিশেষ ব্যাগ বহন করে প্যালেস্টাইনের প্রতি তাঁর সংহতি জানিয়েছেন প্রিয়ঙ্কা। এ হল সমবেদনা, ন্যায়বিচার এবং মানবতার প্রতি অঙ্গীকার!’’

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ওয়েনাড় লোকসভা উপনির্বাচনের জয়ের জন্য গত সপ্তাহে প্রিয়ঙ্কাকে অভিনন্দন জানাতে যান ‘স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষে’র ভারতে নিযুক্ত দূত আবেদ এলরাজ়েগ। তার পর সমাজমাধ্যমে একটি পোস্টে গাজ়ায় গণহত্যার নিন্দা করেছিলেন কংগ্রেস নেত্রী। এর পর তাঁর কাঁধে ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ দেখে চটেছেন বিজেপি নেতারা। ওড়িশায় সাংসদ তথা বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র সোমবার বিকেলে বলেন, ‘‘নেহরু-গান্ধী পরিবারের এমন আচরণ নতুন কিছু নয়। জওহরলাল থেকে প্রিয়ঙ্কা পর্যন্ত সকলেই তোষণের ঝুলি নিয়ে ঘুরে বেড়ান। ওঁদের কাঁধে কখনও জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ঝুলি দেখবেন না।’’

অন্য বিষয়গুলি:

Priyanka Gandhi Vadra Priyanka Gandhi palestine Israel-Palestine Conflict gaza israel BJP Gaza war
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy