কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ’ করায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। সোমবার তাঁর বিরুদ্ধে কংগ্রেসের তরফে রাজ্যসভায় স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়া হয়েছে। রাজ্যসভায় দলের চিফ হুইপ জয়রাম রমেশ ওই নোটিস জমা দেন।
রিজিজু সোমবার রাজ্যসভায় অভিযোগ তোলেন, শিবকুমার সম্প্রতি ঘোষণা করেছেন, ‘‘কেন্দ্রে ক্ষমতায় এলে কংগ্রেস সংবিধান সংশোধন করে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করবে।’’ এর পরেই শিবকুমারের বিরুদ্ধে ‘সংবিধান বিরোধী মন্তব্যের’ অভিযোগে বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান বিজেপি সাংসদেরা। কংগ্রেস সাংসদেরাও পাল্টা গন্ডগোল শুরু করায় সভায় অচলাবস্থা তৈরি হয়। আবেদন সত্ত্বেও হট্টগোল চলতে থাকায় সাময়িক ভাবে অধিবেশন মুলতুবি করে দেন অধ্যক্ষ জগদীপ ধনখড়।
এর পরেই রিজুজু তাঁর বক্তব্যে ‘অসত্য বলেছেন’ বলে অভিযোগ তুলে রাজ্যসভার কার্যবিধির ১৮৮ নম্বর ধারায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনে কংগ্রেস। অন্য দিকে, সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে শিবকুমার সরাসরি তাঁর বিরুদ্ধে সংবিধান সংশোধন করে মুসলিম সংরক্ষণ চালুর প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। বলেন, ‘‘বিজেপি পরিকল্পিত ভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি কখনও সংবিধান সংশোধন করে সংরক্ষণের ব্যবস্থা করার কথা বলিনি। বিজেপি নেতাদের এই মিথ্যাচারের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব।’’
প্রসঙ্গত, কর্নাটক সরকার সম্প্রতি সে রাজ্যে রাজ্যে সরকারি ঠিকাদারির বরাতে মুসলিমদের জন্য চার শতাংশ সরক্ষণ ঘোষণার পরে উত্তেজনার পারদ চড়েছে, বিজেপি সভাপতি জেপি নড্ডা সোমবার রাজ্যসভায় বলেন, ‘‘কর্নাটকের কংগ্রেস সরকার বাবাসাহেব অম্বেডকরের চেতনায় আঘাত হেনেছেন। অম্বেডকর রচিত ভারতীয় সংবিধানে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, দেশে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করা যাবে না। কিন্তু কংগ্রেস দেশে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করতে সক্রিয় হয়ছে।’’ এ সময় রাজ্যসভার বিরোধী দলনেতা খড়্গে প্রতিবাদ করে বলেন, ‘‘ভারতের সংবিধানকে ধ্বংস করতে চাইছে বিজেপি।’’