রায়পুরগামী বিমান থেকে নামিয়ে দেওয়া হল কংগ্রেসের মুখপাত্রকে। — ফাইল ছবি।
রায়পুরে কংগ্রেসের প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে যাচ্ছিলেন এআইসিসির অন্যতম মুখপাত্র পবন খেরা-সহ অন্যান্য কংগ্রেস নেতারা। দিল্লি বিমানবন্দরে রায়পুরগামী বিমান থেকেই নামিয়ে দেওয়া হল পবনকে। তার প্রতিবাদ করেন পবনের সহযাত্রী সুপ্রিয়া শ্রীনতে-সহ অন্যান্যরা। এই ঘটনাকে ঘিরে দিল্লি বিমানবন্দরে হট্টগোল শুরু হয়ে যায়।
पहले ED ने रायपुर में छापामारी की, अब @Pawankhera को दिल्ली पुलिस द्वारा रायपुर के जहाज़ से उतारा गया है। तानाशाही का दूसरा नाम अमितशाही है।
— Jairam Ramesh (@Jairam_Ramesh) February 23, 2023
मोदी सरकार हमारे राष्ट्रीय महाअधिवेशन को बाधित करना चाहती है। हम डरने वाले नहीं हैं, देशवासियों के लिए संघर्ष करते रहेंगे। pic.twitter.com/fpb5ni5hfd
পবন বলেন, ‘‘আমাকে বলা হয়, আমার লাগেজ নিয়ে কিছু সমস্যা হয়েছে। তাই আমাকে নীচে নামতে হবে। অথচ, আমার লাগেজ বলতে একটা মাত্র হাতব্যাগ! ওরা আমাকে জানান, আমি বিমানে বসতে পারব না। আমার সঙ্গে ডিসিপি দেখা করবেন। আমি এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি। এখানে আইন শৃঙ্খলার কোনও বালাই নেই।’’
পবনকে বিমান থেকে বার করে দেওয়ার পর ওই বিমানেই পবনের সহযাত্রী কংগ্রেস নেতারাও নীচে নেমে আসেন। বিমানবন্দরের টারম্যাকের কাছে ওই বিমানের সামনে বসেই ধর্না শুরু করেন তাঁরা। স্লোগান ওঠে, ‘বিজেপি হায় হায়’।
मुझे कहा गया कि आपके सामान को लेकर कुछ समस्या है, जबकि मेरे पास केवल एक हैंडबैग है।
— Congress (@INCIndia) February 23, 2023
जब फ्लाइट से नीचे आया तो बताया गया कि आप नहीं जा सकते हैं। फिर कहा गया- आपसे DCP मिलेंगे।
मैं काफी देर से इंतजार कर रहा हूं। नियम, कानून और कारणों का कुछ अता-पता नहीं है।
: @Pawankhera जी pic.twitter.com/637WUlBDpJ
সম্প্রতি, একটি সাংবাদিক বৈঠকে পবন প্রধানমন্ত্রীকে নরেন্দ্র দামোদরদাস মোদীর বদলে নরেন্দ্র গৌতমদাস মোদী বলে অভিহিত করেন। তা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বিজেপি পবনের গ্রেফতারির দাবি তোলে। কংগ্রেসের অভিযোগ, এই কারণেই পবনকে এ ভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। বৃহস্পতিবার পবনের সঙ্গেই বিমানবন্দরে বিমান ধরতে গিয়েছিলেন সুপ্রিয়া, কেসি বেনুগোপাল, রণদীপ সিংহ সূরযেওয়ালা প্রমুখ।
কিন্তু কেন পবনকে বিমান চড়তে বাধা দেওয়া হল? তার কোনও স্পষ্ট জবাব এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, পবনকে বিমানে উঠতে দেওয়া যাবে না বলে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy