ফাইল চিত্র।
ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তলবের প্রতিবাদে সোমবার দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছিচ্ছেন কংগ্রেস নেতা-কর্মীরা। সে সময় দিল্লি পুলিশের মারে কংগ্রেস নেতা পি চিদম্বরম আঘাত পান। তাঁর বুকের বাঁ দিকের পাঁজরে চিড় ধরেছে বলে রাতে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। ঘটনাচক্রে, ইউপিএ জমানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন চিদম্বরমেরই অধীনে ছিল দিল্লি পুলিশ।
সোমবার দিল্লি পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছেন সদ্য রাজস্থান থেকে রাজ্যসভায় নির্বাচিত কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারিও। কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা টুইটারে এ কথা জানিয়ে লিখেছেন, ‘মোদী সরকার বর্বরতার সব সীমারেখা অতিক্রম করেছে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, পি চিদম্বরমকে পুলিশ আঘাত করেছে। তাঁর চশমা মাটিতে ফেলে দেওয়া হয়। তাঁর বাম পাঁজরে চিড় ধরেছে। সাংসদ প্রমোদ তিওয়ারিকে রাস্তায় ফেলে দেওয়া হয়। তিনি মাথায় আঘাত পেয়েছেন, পাঁজর ভেঙেছে। এটাই কি গণতন্ত্র?’
मोदी सरकार बर्बरता की हर हद पार कर गई।
— Randeep Singh Surjewala (@rssurjewala) June 13, 2022
पूर्व गृह मंत्री, श्री पी.चिदंबरम के साथ पुलिस की धक्कामुक्की हुई, चश्मा ज़मीन पर फेंका, उनकी बायीं पसलियों में हेयरलाइन फ्रैक्चर है।
सांसद प्रमोद तिवाड़ी को सड़क पर फेंका गया। सिर में चोट और पसली में फ्रैक्चर है।
क्या यह प्रजातंत्र है? pic.twitter.com/rRLOhIOTJ3
ঘটনা প্রসঙ্গে টুইটারে চিদম্বরম লেখেন, ‘যখন তিন জন দশাশই পুলিশের ধাক্কা খাওয়ার পরে শুধু একটা সরু চিড় (হেয়ারলাইন ক্র্যাক) নিয়েই রেহাই পেয়ে গেলে আপনি ভাগ্যবান! চিকিত্সকরা বলেছেন, চুলের মতো সুরু চিড় দিন দশকের মধ্যে সেরে যাবে। আমি ভালো আছি এবং আমি আগামিকাল নিজের কাজে যাব।’
When three big, burly policemen crash into you, you are lucky to get away with a suspected hairline crack!
— P. Chidambaram (@PChidambaram_IN) June 13, 2022
Doctors have said that if there is a hairline crack, it will heal by itself in about 10 days
I am fine and I will go about my work tomorrow
ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে সোমবার প্রায় ন’ঘণ্টা জেরা করেন ইডির আধিকারিকেরা। মঙ্গলবার তাঁকে ফের তলব করা হয়েছে। সোমবার সকাল সওয়া ১১টা নাগাদ মোতিলাল নেহরু মার্গ দিয়ে কংগ্রেস নেতা-কর্মীদের নিয়ে মিছিল করে ইডি দফতরে গিয়েছিলেন রাহুল। তাঁকে ইডির তলবের প্রতিবাদে দিল্লিতে দফায় দফায় বিক্ষোভ দেখায় কংগ্রেস। ইডি-র দফতরের সামনেই দিল্লি পুলিশের ধাক্কায় জখম হন চিদম্বরম।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy