Advertisement
E-Paper

শিবরাজের ‘এডিটেড ভিডিয়ো’ ছড়ানোর অভিযোগে কাঠগড়ায় দিগ্বিজয়

রাজ্য বিজেপির অভিযোগের প্রেক্ষিতে রবিবার রাতে ভোপাল পুলিশের অপরাধদমন শাখা মামলা রুজু করেছে।

দিগ্বিজয় সিংহ ও শিবরাজ সিংহ চৌহান।

দিগ্বিজয় সিংহ ও শিবরাজ সিংহ চৌহান।

সংবাদসংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০২০ ১৫:৫০
Share
Save

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের বিরুদ্ধে ‘এডিটেড ভিডিয়ো’ সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে মামলা দায়ের হল। রাজ্য বিজেপির অভিযোগের প্রেক্ষিতে রবিবার রাতে ভোপাল পুলিশের অপরাধদমন শাখা মামলা রুজু করেছে।

ভোপাল পুলিশের অতিরিক্ত সুপার (অপরাধ দমন) নিশ্চল ঝরিয়া সোমবার জানান, কংগ্রেস সাংসদ দিগ্বিজয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬৫ (জালিয়াতি), ৫০০ (মানহানি) এবং ৫০১ (মানহানির উদ্দেশ্যে প্রচারসামগ্রী প্রস্তুত) এবং ৫০২ (মানহানির উদ্দেশ্যে অবমাননাকর প্রচার সামগ্রী ব্যবহার) ধারায় মামলা রুজু হয়েছে। গত মাসে কমল নাথ সরকারের মদ বিক্রির লাইসেন্স বিলির সিদ্ধান্তের বিরোধিতা করে একটি বিবৃতি দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেতা শিবরাজ।

অভিযোগ, দিগ্বিজয় ২ মিনিট ১৯ সেকেন্ডের সেই বক্তব্যের ৯ সেকেন্ড কেটে নিয়ে নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেন। দিগ্বিজয়ের শেয়ার করা সেই ভিডিয়ো দ্রুত ভাইরাল হয়। এর পর গতকাল সন্ধ্যায় পুলিশের দ্বারস্থ হয় বিজেপি সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল। বিজেপির অভিযোগ, শিবরাজের ভিডিয়োটি থেকে ন’সেকেন্ডের ফুটেজ এমনভাবে কেটে নিয়ে পোস্ট করা হয়েছে, তা শুনে মনে হবে তিনি মদ বিক্রি বাড়ানোর পক্ষে সওয়াল করছেন। ঘটনার প্রেক্ষিতে এ দিন দিগ্বিজয় বলেন, ‘‘ফুরসত মিললে মুখ্যমন্ত্রী নিজে ভিডিয়োটি দেখুন। তাঁর মানসিকতাই এতে ফুটে উঠেছে।’’

আরও পড়ুন: শোকের পোশাক, সুশান্তকে শেষ বারের মতো দেখতে হাসপাতালে পৌঁছলেন প্রেমিকা​

Digvijaya Singh Shivraj Singh Congress BJP

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}