Advertisement
২২ নভেম্বর ২০২৪
Rahul Gandhi on R G kar Incident

‘ন্যায়বিচারের বদলে চেষ্টা দোষীকে বাঁচানোর’! রাহুল হাথরসের সঙ্গেও তুলনা টানলেন আরজি করের

এক্স পোস্টে রাহুল লিখেছেন, ‘‘মেডিক্যাল কলেজের মতো জায়গায় যদি চিকিৎসকেরা নিরাপদ না থাকেন, তা হলে অভিভাবকেরা কোন ভরসায় তাঁদের মেয়েকে পড়তে পাঠাবেন?’’

Congress leader and leader of opposition in Lok Sabha Rahul Gandhi on R G Kar Hospital Incident

গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ১৭:২২
Share: Save:

আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশ জোড়া প্রতিবাদের মধ্যেই এ বার প্রতিক্রিয়া জানালেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা বুধবার এক্স হ্যান্ডল পোস্টে আরজি কর-কাণ্ডের নিন্দা করে দুষেছেন হাসপাতাল কর্তৃপক্ষ, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ-প্রশাসনকে। ঘটনাচক্রে, যে রাজ্যের সরকার পরিচালনা করে ‘ইন্ডিয়া’র তৃতীয় বৃহত্তম দল তৃণমূল। এক্স পোস্টে রাহুলের মন্তব্যকে তৃণমূলের নেতা কুণাল ঘোষ ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছেন।

এক্স পোস্টে রাহুল লিখেছেন, ‘‘কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের জঘন্য ঘটনায় হতবাক গোটা দেশ। যে ভাবে তাঁর উপর নৃশংস, অমানবিক অত্যাচার হয়েছে, তাতে চিকিৎসক সমাজ এবং নারীদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ স্পষ্ট।’’ এর পরেই রাজ্যকে নিশানা করে তাঁর মন্তব্য, ‘‘ন্যায়বিচার নিশ্চিত না করে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসন সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলেছে। এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করেছে যে, মেডিক্যাল কলেজের মতো জায়গায় যদি চিকিৎসকেরা নিরাপদ না থাকেন, তা হলে অভিভাবকেরা কোন ভরসায় তাঁদের মেয়েকে পড়তে পাঠাবেন?’’

সেই সঙ্গে ২০১২ সালে দিল্লির গণধর্ষণ এবং হত্যা মামলার প্রসঙ্গ তুলে রায়বরেলীর কংগ্রেস সাংসদের প্রশ্ন, নির্ভয়া মামলার পর তৈরি হওয়া কঠোর আইনও কেন এই ধরনের অপরাধ বন্ধ করতে ব্যর্থ?’’ বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাথরস, উন্নাও এবং কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের কাঠুয়া ধর্ষণকাণ্ডের সঙ্গেও আরজি করের তুলনা টেনেছেন রাহুল। এক্স পোস্টে তাঁর মন্তব্য, ‘‘হাথরস থেকে উন্নাও এবং কাঠুয়া থেকে কলকাতা পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধের ঘটনার বিষয়ে, প্রতিটি দল এবং সমাজের প্রতিটি অংশকে গুরুত্ব সহকারে একসঙ্গে আলোচনা করতে হবে এবং দৃঢ় পদক্ষেপ করতে হবে।’’

সেই নির্যাতিতা চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাহুল লিখেছেন, ‘‘এই অসহনীয় যন্ত্রণার সময় আমি নিহতের পরিবারের পাশে রয়েছি। প্রতিটি পরিস্থিতিতে তাদের ন্যায়বিচার পাওয়া উচিত এবং অপরাধীদের এমন শাস্তি হওয়া উচিত, যা সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।’’ প্রসঙ্গত, সোমবার কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা বঢরা এক্স হ্যান্ডলে আরজি কর-কাণ্ডের কড়া নিন্দা করে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছিলেন। তবে রাজ্য সরকার বা পুলিশকে সরাসরি নিশানা করেননি তিনি। যা বুধবার করলেন রাহুল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy