Advertisement
২৫ ডিসেম্বর ২০২৪
Congress

‘নীরবতা’ ভেঙে হামলার নিন্দায় সরব কংগ্রেস

কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ইজ়রায়েলের হামলার সঙ্গে মুম্বইয়ের ২৬/১১-র তুলনা টেনে মেরুকরণের রাজনীতি শুরু করেছিল বিজেপি।

representational image

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ ০৮:৪৯
Share: Save:

ইজ়রায়েলের উপর প্যালেস্টাইনের হামাস গোষ্ঠীর আক্রমণ আজ দ্বিতীয় দিনে পড়ল। অন্য দিকে এই যুদ্ধকে ঘিরে বিজেপির মেরুকরণের রাজনীতি অব্যাহত। আজ বিজেপির সমালোচনার মুখে নড়ে বসে বিষয়টি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হল কংগ্রেসকেও।

গত কালই ইজ়রায়েলবাসীর উপর আক্রমণ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ইজ়রায়েলের হামলার সঙ্গে মুম্বইয়ের ২৬/১১-র তুলনা টেনে মেরুকরণের রাজনীতি শুরু করেছিল বিজেপি। আজ বিজেপির সাংসদ তথা জাতীয় মুখপাত্র অনিল বালুনি তাঁর এক্স হ্যান্ডল-এ একটি ছবি পোস্ট করেন। সেখানে শুধু কংগ্রেস নয়, তিনি টেনে এনেছেন বিরোধী জোট ইন্ডিয়া-র অনেক নেতাকেই। ছবিটিতে রয়েছেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীওয়াল, কে চন্দ্রশেখর রাও, অখিলেশ সিংহ যাদব প্রমুখ। উপরে লেখা রয়েছে, 'ইজ়রায়েলে সন্ত্রাসবাদী হামলায় এঁরা নীরব।' ছবির নীচে লেখা, 'এঁরা নিজেদের ভোটব্যাঙ্কের প্রতি নিজেদের দায়বদ্ধতা সম্পর্কে কথা বলেই চলেন।' রাজনৈতিক মহলের বক্তব্য, 'নিজেদের ভোট ব্যাঙ্ক' বলতে মুসলিম জনগোষ্ঠীর কথাই এখানে বলা হয়েছে।

আজ কংগ্রেসের অন্যতম প্রধান মুখপাত্র জয়রাম রমেশ একটি বিবৃতি দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘ভারতীয় জাতীয় কংগ্রেস ইজ়রায়েলবাসীর উপর এই বর্বরোচিত হামলার নিন্দা করছে। কংগ্রেস সব সময়ই বিশ্বাস করে প্যালেস্টাইনবাসীর আত্মসম্মান, সমমর্যাদা, আত্মগরিমা অর্জনের ন্যায্য আকাঙ্ক্ষাকে মেটাতে পারে শান্তিপূর্ণ আলোচনা। সে ক্ষেত্রে অবশ্যই ইজ়রায়েলের জাতীয় নিরাপত্তাজনিত স্বার্থকে মান্যতা দিতে হবে। হিংসা কোনও কিছুরই সমাধান আনতে পারে না। অবিলম্বে তা বন্ধ
হওয়া প্রয়োজন।’’

এই পরিস্থিতিতে আজ সরকারের পক্ষ থেকে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষি লেখি ময়দানে নামলেন। জানালেন, প্রধানমন্ত্রীর অফিস পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। বহু ভারতীয় সে দেশে আটকে রয়েছেন এবং রাতভর তিনি ফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর অফিস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। তাঁর কথায়,
‘‘আমরা মাঠে নেমে পড়েছি। প্রধানমন্ত্রীর অফিস সব কিছুর উপর নজর রাখছে। এর আগেও অন্ধ্রপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যের ছাত্ররা আটকে পড়েছিলেন। অপারেশন গঙ্গা হোক বা বন্দে ভারত, আমরা তাঁদের ফিরিয়ে এনেছি।’’ পাশাপাশি বিজেপি সাংসদ রাজ্যবর্ধন সিংহ রাঠৌর বলেন, ‘‘আমরা সম্পূর্ণ ভাবে ইজ়রায়েলের পাশে রয়েছি। হামাসের এই আক্রমণের তীব্র
নিন্দা করছি।’’

অন্য বিষয়গুলি:

Congress BJP israel palestine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy