— প্রতীকী চিত্র।
আপত্তিকর ভিডিয়ো প্রকাশ্যে আসায় উত্তরপ্রদেশের বাগপতের দলীয় সভাপতিকে সরিয়ে দিল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছেন। ওই কংগ্রেস নেতার দাবি, তিনি ‘রাজনৈতিক ষড়যন্ত্রের’ শিকার।
বাগপতের কংগ্রেস জেলা সভাপতি ইউনুস চৌধরি এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করছেন— গত শুক্রবার সমাজমাধ্যমে এই ভিডিয়ো (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার পত্রিকা) ছড়িয়ে পড়ে। এর পরেই হইহই করে ময়দানে নেমে পড়ে কংগ্রেসের বিরোধী শিবির। এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস মুখপাত্র অভিমন্যু ত্যাগী জানান, ইউনুসকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। তিনি বলেন, ‘‘ভিডিয়োটির কথা জানার পরেই দল দ্রুত পদক্ষেপ করেছে। আমি প্রদেশ সভাপতি অজয় রাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন, ইউনুস চৌধরিকে বাগপতের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’’ ইউনুসকে কি দল থেকে বহিষ্কার করা হবে? এই প্রশ্নের জবাবে অভিমন্যু জানান, শীর্ষ নেতৃত্ব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন।
অভিযোগ খারিজ করে ইউনুস সমাজমাধ্যমে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ করা হয়েছে। তাঁর ভাবমূর্তিতে কালি লাগাতে ‘এডিটেড ভিডিয়ো’ ছড়িয়ে দেওয়া হয়েছে। ওই ঘটনায় এখনও কেউ ওই কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি বলে জানিয়েছেন বাগপতের এসপি অর্পিত বিজয়বর্গীয়। তিনি বলেন, ‘‘কেউ অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy