কনডাক্টরকে মারধরের সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ছবি সৌজন্য টুইটার।
রাস্তায় দাঁড় করানো একটি সরকারি বাস। দরজা খোলা। হঠাৎই দেখা গেল এক যাত্রীকে মারধর করতে করতে বাস থেকে নামাচ্ছেন কনডাক্টর। যাত্রী বাসে ওঠার চেষ্টা করতেই পর পর তাঁর গালে চড় মারলেন কনডাক্টর। তার পরই ওই যাত্রীর বুকে সজোরে একটা লাথি মারলেন তিনি। আর লাথির ঝটকায় বাসের সিঁড়ি থেকে রাস্তায় চিত হয়ে পড়লেন যাত্রী।
রাস্তায় চিত হয়ে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। যাত্রীকে লক্ষ্য করে কনডাক্টরকে কিছু বলতে দেখা যায়। এর পরই বাস ছেড়ে দেয়। বাসটি চলে যাওয়ার পরেও রাস্তায় ওই অবস্থায় পড়ে ছিলেন যাত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার পুত্তুর তালুকে। বাসটি ছিল রাজ্য পরিবহণ দফতরের।
Inhuman act of a Bus Conductor of @KSRTC_Journeys lands to his immediate suspension from the service. The only fault of commuter was that he was drunk.
— T Raghavan (@NewsRaghav) September 8, 2022
Incident in Puttur of #DakshinKannada District. @indiatvnews#Karnataka pic.twitter.com/BKJA5cMHN4
যাত্রীকে মারধরের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সরকারি বাসের ওই কনডাক্টরকে সাসেপন্ড করেছে কর্নাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (কেএসআরটিসি)। রাজ্য পরিবহণ নিগমের তরফে একটি বিজ্ঞাপ্তি জারি করে বলা হয়েছে, ওই কনডাক্টরের নাম সুখরাজ রাজ। যে যাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেই যাত্রী মত্ত অবস্থায় ছিলেন। যাত্রীর মারধরের অভিযোগে সুখরাজের বিরুদ্ধে কঠের ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে আপাতত কাজে আসতে নিষেধ করা হয়েছে।
কেএসআরটিসি জানিয়েছে, কোনও যাত্রীর সঙ্গে তাদের কোনও কর্মী অভব্য আচরণ করলে তাঁদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ করা হবে। রাজ্য পরিবহণ নিগম আরও জানিয়েছে যে, আহত যাত্রীর চিকিৎসার সব খরচ বহন করবে তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy