বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে ডাক্তার হতে চায় খুশবু। কিন্তু বাদ সেধেছিল পরিবার। তার দাদাদের একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি করালেও তাকে করাননি অভিভাবকেরা। এ বার বিহারের সেই খুশবুর পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ফোন করে আশ্বাস দিলেন, নিজের ইচ্ছায় বিজ্ঞান নিয়েই পড়াশোনা করবে খুশবু। তার ভর্তির বিষয়ে কথা বললেন জেলাশাসকের কাছেও।
খুশবু বিহারের দানাপুরের বাসিন্দা। দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পড়তে চায় সে। নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তার হতে চায়। সম্প্রতি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে সে জানায়, তাকে তার পরিবার কলা বিভাগে ভর্তি হতে বাধ্য করেছে। বিজ্ঞান বিভাগে ভর্তি হতে দেয়নি। তারা চেয়েছিল, দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৬০০-তে ৫০০ পাবে সে। কিন্তু খুশবু পেয়েছে ৪৯৯। তার দাবি, এই যুক্তি দেখিয়ে তাকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে দিচ্ছে না পরিবার। যদিও তার দাদাদের বিজ্ঞান নিয়ে পড়াশোনার অনুমতি মিলেছে। খুশবু এই নিয়ে ‘পক্ষপাতিত্ব’ করার অভিযোগ তুলেছে তার পরিবারের বিরুদ্ধে।
আরও পড়ুন:
সেই সাক্ষাৎকার দেখেই রবিবার খুশবুকে ফোন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র। তাকে জানিয়েছেন, বিজ্ঞান বিভাগে তার ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে। এই নিয়ে দানাপুর জেলাশাসকের সঙ্গেও কথা বলেছেন শিক্ষামন্ত্রী। খুশবুকে তিনি ফোনে জানিয়েছেন, সে যাতে পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে, তা নিশ্চিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জেলাশাসক তার ভর্তির ব্যবস্থা করবেন। তাকে নিটের প্রস্তুতি শুরু করার কথাও বলেছেন ধর্মেন্দ্র।