Advertisement
০২ নভেম্বর ২০২৪

বিচারপতির বিরুদ্ধে সিবিআই তদন্তে সায়

বিচারপতি শুক্লের বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ সালে উত্তরপ্রদেশের লখনউয়ের একটি বেসরকারি মেডিক্যাল কলেজকে সুবিধা পাইয়ে দিতে নিজের বেঞ্চের নির্দেশ পরিবর্তন করেছিলেন।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৯ ০৩:১২
Share: Save:

ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এস এন শুক্লের বিরুদ্ধে সিবিআইকে দুর্নীতির তদন্তের অনুমতি দিলেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এই প্রথম কোনও হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করতে চলেছে। হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে তদন্তের জন্য প্রধান বিচারপতির অনুমতির প্রয়োজন হয়।

বিচারপতি শুক্লের বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ সালে উত্তরপ্রদেশের লখনউয়ের একটি বেসরকারি মেডিক্যাল কলেজকে সুবিধা পাইয়ে দিতে নিজের বেঞ্চের নির্দেশ পরিবর্তন করেছিলেন। ওই নির্দেশ পরে সুপ্রিম কোর্ট রদ করেছিল। খারাপ পরিকাঠামো এবং নির্দিষ্ট সময় বিভিন্ন বিষয় শেষ করতে না পারার জন্য ওই মেডিক্যাল কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি বন্ধ করে দিয়েছিল রাজ্য সরকার।

বিচারপতি শুক্লের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র বিচারপতিদের নিয়ে একটি প্যানেল গঠন করেছিলেন। ওই প্যানেল তদন্তের পরে জানায়, বেসরকারি মেডিক্যাল কলেজকে সুবিধা পাইয়ে দিয়েছেন বিচারপতি শুক্ল। ফলে তাঁকে অপসারণ করার যথেষ্ট কারণ রয়েছে। তার পরই তৎকালীন প্রধান বিচারপতি তাঁকে পদত্যাগ অথবা স্বেচ্ছাবসর নিতে বলেছিলেন। কিন্তু বিচারপতি শুক্ল তাতে রাজি হননি। ফলে ২০১৮ সালে তাঁকে আর বিচার করার অনুমতি দেওয়া হয়নি।

গত মাসে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন প্রধান বিচারপতি। চিঠিতে বিচারপতি শুক্লের ইমপিচমেন্টের জন্য সংসদে প্রস্তাব আনার কথাও উল্লেখ করেছিলেন প্রধান বিচারপতি। বিচারপতি শুক্লের বিরুদ্ধের তদন্তের জন্য প্রধান বিচারপতির কাছে আগেই আবেদন করেছিল সিবিআই। এ বার তাতে সম্মতি দিলেন তিনি।

অন্য বিষয়গুলি:

Ranjan Gagoi CJI CBI S N Shukla
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE