Advertisement
০২ নভেম্বর ২০২৪
National News

‘গুলির বদলে গুলি চলবেই’, মন্তব্য বিজেপির জাতীয় সম্পাদকের

বিজেপি-শাসিত কর্নাটকের ম্যাঙ্গালুরুতে গত বৃহস্পতিবার পুলিশের গুলিতে দুই ব্যক্তির মৃত্যু হয়।

ম্যাঙ্গালুরুর গত কালের ছবি। ইনসেটে, বিজেপি নেতা এইচ রাজা।

ম্যাঙ্গালুরুর গত কালের ছবি। ইনসেটে, বিজেপি নেতা এইচ রাজা।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ১২:০৫
Share: Save:

দুঃখপ্রকাশ বা সহানুভূতি জানানো তো দূরের কথা, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের উপর ম্যাঙ্গালুরুতে পুলিশের গুলি চালানোর ঘটনাকে সমর্থন জানালেন বিজেপির জাতীয় সম্পাদক এইচ রাজা। শুক্রবার চেন্নাইয়ে রাজা বলেছেন, ‘‘গুলির জবাব গুলিতেই দেওয়া হবে। গুলির বদলে গুলি তো চলবেই।’’

বিজেপি-শাসিত কর্নাটকের ম্যাঙ্গালুরুতে গত বৃহস্পতিবার পুলিশের গুলিতে দুই ব্যক্তির মৃত্যু হয়।

বিতর্কিত মন্তব্যের জন্য কয়েক বার সংবাদের শিরোনামে আসা রাজা ওই ঘটনা সম্পর্কে বলেছেন, ‘‘যাঁরা মারা গিয়েছেন, তাঁরা কয়েকশো মানুষকে মারতে চেয়েছিলেন। তাই ওঁদের গুলি করা ছাড়া পুলিশের হাতে আর কোনও রাস্তা খোলা ছিল না। পুলিশকে তাই পাল্টা গুলি চালাতে হয়েছিল।গুলির বদলে গুলি তো চলবেই।’’

রাজার দাবি, ম্যাঙ্গালুরুর বিক্ষোভকারীদের লক্ষ্য ছিল গোটা দেশে আগুন জ্বালানো। ওঁরা পুলিশকেও আক্রমণ করেছিলেন।

২৩ ডিসেম্বর ডিএমকে যে চেন্নাইয়ে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে, তাতে পুলিশকে অনুমতি দিতেও নিষেধ করেছেন তামিলনাড়ুর এই বিজেপি নেতা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE