সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়ত। - ফাইল ছবি।
সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে দেশজুড়ে যাঁরা হিংসা ও অগ্নিসংযোগের ঘটনাগুলিতে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের কড়া সমালোচনা করলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়ত। বললেন, ‘‘যাঁরা হিংসা ও অগ্নিসংযোগের ঘটনায় নেতৃত্ব দেন, তাঁরা আদৌ নেতা নন।’’ নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশজোড়া হিংসার ঘটনার এই প্রথম সমালোচনা করেন সেনাপ্রধান।
বৃহস্পতিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল রাওয়ত বলেন, ‘‘নেতৃত্ব মানেই সব কিছুকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই নেতৃত্ব বিষয়টা কিছুটা জটিলও। সব কিছুকেই কি নেতৃত্ব দেওয়া উচিত? নাকি সেটা সঠিক? নেতৃত্ব দেওয়ার কাজটা বেশ কঠিন। কারণ, কেউ নেতৃত্ব দিলে তাঁকে অনুসরণ করেন অনেকে। নেতৃত্ব দেওয়াটাকে খুব সহজ বলে মনে হয়। কিন্তু আদৌ নয়। কাজটা বেশ কঠিন।’’
রাওয়তের মতে, মানুষের মধ্যে নেতার অভাব হয় না। কিন্তু সকলেই সেই অর্থে নেতা হয়ে ওঠেন না। কারণ, যাঁরা অনুসরণ করছেন, তাঁদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয় নেতাকে। সেটাই সঠিক নেতৃত্ব। মানুষকে ভুল দিক নিয়ে গেলে সঠিক ভাবে নেতৃত্ব দেওয়া যায় না।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে যে ভাবে শামিল হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারও সমালোচনা করেছেন জেনারেল রাওয়ত।
বলেছেন, ‘‘আমরা দেখছি, প্রচুর মানুষকে ভুল পথে টেনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সেই নেতৃত্বে কিছু ভুল থেকে যাচ্ছে। এটাকে নেতৃত্ব দেওয়া বলে না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy