উত্তরপ্রদেশের উন্নাওয়ে সম্প্রতি ধর্ষণের মামলা তুলে নিতে অস্বীকার করায় ধর্ষিতার ঘরে আগুন লাগানো, শিশুকন্যাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার যে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিল নারী নিগ্রহ-বিরোধী নাগরিক কমিটি। উত্তরপ্রদেশ সরকার যাতে অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করে, তা দেখার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সম্পাদক কল্পনা দত্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাঁদের আরও আর্জি, আক্রান্ত পরিবারের সুরক্ষার ব্যবস্থার পাশাপাশি চিকিৎসার বন্দোবস্ত ও আর্থিক সহায়তা দেওয়া হোক সরকারের তরফে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)