রাতেই ধসে চাপা পড়ে মৃত্যুর খবর মিলেছে। তাই গাড়ি নিয়ে খাড়াই রাস্তা পেরোতে সাহস পাচ্ছিলেন না কেউ। তাই মাটি পরখ করে দেখতে নেমেছিলেন গাড়িতেই। আর তাতেই চোখের সামনে অর্ধেক পাহাড় ধসে যেতে দেখলেন পর্যটকেরা। মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানের জেরে বিধ্বস্ত হিমাচলপ্রদেশে আক্ষরিক অর্থেই মৃত্যুর মুখ থেকে ফিরলেন একদল মানুষ।
বিগত কয়েক দিনম ধরেই একটানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা হিমাচলপ্রদেশে। জায়গায় জায়গায় ধস নেমেছে সেখানে। বৃহস্পতিবার রাতেই গাড়িসমেত খাদে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর জখম কমপক্ষে আরও ১০ জন। সেই অবস্থাতেই শুক্রবার সকালে পাহাড় ভেঙে পড়ার রোমহর্ষক দৃশ্য উঠে ধরা পড়ল ক্যামেরায়।
Your average landslide in Himalaya-s, this is in Sirmaur near Paonta Sahib. pic.twitter.com/vRJzzfN2aO
— Now Unleashed अतीन्द्रियो ಅತೀಂದ್ರಿಯೋ(@Ateendriyo) July 30, 2021
শুক্রবার সকালে নাহানের কাছে পন্টা সাহিব এবং শিল্লাই-হাটকোরির সংযোগস্থলে এই ঘটনা ঘটে। একটানা বৃষ্টিতে সেখানে প্রায় ১০০ মিটার রাস্তা-সহ পাহাড়ের একাংশ ধসে গিয়েছে। নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। তাতে দেখা গিয়েছে, পাহাড়ের গা বেয়ে রাস্তা যেখানে বাঁক নিচ্ছে, সেখানে গাড়ি-বাস দাঁড় করিয়ে রাস্তা জরিপ করছে পর্যটকদের দল। তাদের থেকে কয়েক হাত দূরে আচমকাই প্রচণ্ড শব্দে কেঁপে উঠল পাহাড়ের একটি অংশ। তার পর রাস্তাসমেত মুহূর্তের মধ্যে নীচে মিলিয়ে গেল।
এই ধসের জেরে হিমাচলে ৭০৭ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পাহাড়ের গায়েও পর্যটক নিয়ে আটেক রয়েছে বহু গাড়ি। সেগুলিকে অন্য রাস্তা দিয়ে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ ও উদ্ধারকারী দল। লাহুল-স্পীতিতেও প্রায় ২০০ পর্যটক আটকে রয়েছেন।