গীতা কলোনিতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত।
দিল্লির গীতা কলোনিতে একটি উড়ালপুলের কাছ থেকে বুধবার সকালে এক মহিলার খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনা শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে।
বুধবার সকালে স্থানীয় সূত্রে পুলিশ খবর পায় উড়ালপুলের পাশে একটি জঙ্গলে এক মহিলার দেহাংশ পড়ে রয়েছে। সেই খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মহিলার দেহাংশ এবং কাটা মাথা উদ্ধার করেছে। মহিলা স্থানীয় না কি অন্য কোথাও খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
#WATCH | Delhi Police recovers the body of a woman, chopped into several pieces from near Geeta Colony flyover area. Police present at the spot.
— ANI (@ANI) July 12, 2023
More details are awaited. pic.twitter.com/F68RdUaifx
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মহিলার দেহাংশ মিলেছে। প্লাস্টিকের ব্যাগে টুকরো করা দেহ মিলেছে। মহিলার শনাক্তকরণের জন্য ফরেন্সিক দলকেও ডাকা হয়েছে। দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (নর্থ) সাগর সিংহ কলসই জানিয়েছেন, যমুনা খাদর এলাকায় এক মহিলার টুকরো করা দেহ মিলেছে। মহিলার আনুমানিক বয়স ৩৫-৪০। কোতওয়ালি থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। তবে এই মহিলা কে তা জানা যায়নি। আশপাশের এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, গত সপ্তাহেই সফদরগঞ্জ হাসপাতালে পিছনে এক জঙ্গল থেকে একটি পচাগলা দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর জানা যায়, দেহটি মহিলার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy