মিরাম তারোন টুইটার থেকে নেওয়া
অরুণাচল প্রদেশের সিয়াং জেলার একটি গ্রাম থেকে ১৭ বছরের এক বালককে অপহরণের অভিযোগ উঠল চিনা সেনার বিরুদ্ধে। এই অভিযোগ করেছেন সে রাজ্যের বিজেপি সাংসদ তাপির গায়ো।
মিরাম তারোন নাম ওই বালককে মঙ্গলবার অপহরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই খবর জানিয়ে একটি টুইটও করেছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই-কে সাংসদ জানিয়েছেন, মিরামকে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অপহরণ করলেও তার এক বন্ধু পালিয়ে আসতে সক্ষম হয়।
তাপির অভিযোগ, জিডো গ্রামের ওই দু’জন স্থানীয় শিকারিকে অরুণাচল প্রদেশের সাংপো নদীর তীর থেকে আটক করে চিনা সেনা।
অসমের ব্রহ্মপুত্র নদীকেই অরুণাচল সিয়াং-এ সাংপো বলা হয়। ভারতের ভিতর ওই এলাকাতেই চিন ২০১৮ সালে তিন থেকে চার, কিলোমিটার রাস্তা তৈরি করে।
সাংসদ তাঁর টুইটে দুই বালকের ছবি দিয়ে এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি ভারত সরকারের কাছে ওই বালকের দ্রুত মুক্তির আবেদনও জানিয়েছেন। সাংসদ তাপির গায়ো জানিয়েছেন, বিষয়টি তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে জানিয়েছেন। যাতে দ্রুত বালকটির মুক্তির ব্যবস্থা করা যায়, তার জন্য আবেদন করেছেন।
1/2
— Tapir Gao (@TapirGao) January 19, 2022
Chinese #PLA has abducted Sh Miram Taron, 17 years of Zido vill. yesterday 18th Jan 2022 from inside Indian territory, Lungta Jor area (China built 3-4 kms road inside India in 2018) under Siyungla area (Bishing village) of Upper Siang dist, Arunachal Pradesh. pic.twitter.com/ecKzGfgjB7
गणतंत्र दिवस से कुछ दिन पहले भारत के एक भाग्य विधाता का चीन ने अपहरण किया है- हम मीराम तारौन के परिवार के साथ हैं और उम्मीद नहीं छोड़ेंगे, हार नहीं मानेंगे।
— Rahul Gandhi (@RahulGandhi) January 20, 2022
PM की बुज़दिल चुप्पी ही उनका बयान है- उन्हें फ़र्क़ नहीं पड़ता!
এই ঘটনাটি নিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে লিখেছেন, ‘সাধারণতন্ত্র দিবসের মাত্র কয়েক দিন আগে এক বালককে অপহরণ করল চিন। ভারতের ভবিষ্যৎ মিরাম তারোনের পাশে আছি। আমরা আশা ছাড়ছি না।’ আরও লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নীরব। তিনি এই সব বিষয়কে গুরুত্ব দেন না।’
২০২০ সালে সেপ্টেম্বরেও চিনা সেনা অরুণাচল প্রদেশ থেকে পাঁচ জনকে অপহরণ করে। প্রায় এক সপ্তাহ ধরে আটক রাখার পর তাঁদের মুক্তি দেয় তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy